Bangla NewsPhoto gallery Did you know ranveer singh was the first choice of kabir singh and he rejected the offer for this reason
Ranveer Singh-Kabir Singh: বড্ড কালো! তাই কবীর সিং হতে নারাজ ছিলেন রণবীর; এখন কি আফসোস হয়?
Ranveer Singh as Kabir Singh: ভিলেন চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং। 'পদ্মাবত' ছবিতে তিনিই ছিলেন আলাউদ্দিন খিলজি। দুর্দান্ত ভিলেন রাজার চরিত্রে অভিনয় করে দর্শকের রক্তে আগুন ধরিয়ে দিয়েছিলেন তিনি। সুন্দরী মহিলাদের নিজের কব্জায় আনার ছল করত এই রাজা। রানি পদ্মাবতীর দিকেও ছিল তাঁর নজর। ছবিতে পদ্মাবতীর ভূমিকায় ছিলেন রণবীরেরই ঘরণী দীপিকা পাড়ুকোন এবং পদ্মাবতীর স্বামী রতন সিংয়ের চরিত্রে অভিনয় করেছিলেন শাহিদ কাপুর। সেই রণবীর সিংয়ের কাছেই প্রথম গিয়েছিল শাহিদ অভিনীত 'কবীর সিং'-এর অফার।