‘সেই অর্থে আমি গরিব, টানা ৭ দিন একই প্যান্টে থাকি’, কোথায় যায় শাহরুখের টাকা?

তিনি শাহরুখ খান। বলিউডের মেগাস্টার। যাঁর জীবনযাপনও চোখে পড়ার মতো। সেটাই স্বাভাবিক। তবে সেই বলিউড বাদশাই যদি দাবি করে বসেন তিনি গরিব, তিনি খরচই করেন না, কোনও আবদারই নেই তাঁর, শুনলে অবাক হবেন তো!

| Edited By: জয়িতা চন্দ্র

Aug 11, 2025 | 3:38 PM

1 / 8
তিনি কিং খান। তিনি বলিউড বাদশা। বর্তমানে এক-একটা ছবি করতে একশো কোটির বেশি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। এখন আবার তাঁর ঝুলিতে রয়েছে ১০০০ কোটি টাকা বক্স অফিস রেকর্ডও।

তিনি কিং খান। তিনি বলিউড বাদশা। বর্তমানে এক-একটা ছবি করতে একশো কোটির বেশি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। এখন আবার তাঁর ঝুলিতে রয়েছে ১০০০ কোটি টাকা বক্স অফিস রেকর্ডও।

2 / 8
৭০০০ কোটির বেশি টাকার সম্পত্তি যাঁর তিনি নাকি গরিব? শাহরুখের কথা বিশ্বাস করতে অস্বস্তি হলেও এটাই সত্যি বলে দাবি করেন খোদ নায়ক। এক সাক্ষাৎকারে বলেছিলেন---

৭০০০ কোটির বেশি টাকার সম্পত্তি যাঁর তিনি নাকি গরিব? শাহরুখের কথা বিশ্বাস করতে অস্বস্তি হলেও এটাই সত্যি বলে দাবি করেন খোদ নায়ক। এক সাক্ষাৎকারে বলেছিলেন---

3 / 8
"আমার বড় বাড়ি রয়েছে, বড় অফিস আছে, বড় বড় ছবি আছে। আমার অর্থ এসবের পিছনেই খরচ হয়। একমাত্র ছবির পেছনেই আমি টাকা খরচ করতে পছন্দ করি।"

"আমার বড় বাড়ি রয়েছে, বড় অফিস আছে, বড় বড় ছবি আছে। আমার অর্থ এসবের পিছনেই খরচ হয়। একমাত্র ছবির পেছনেই আমি টাকা খরচ করতে পছন্দ করি।"

4 / 8
"আমি রেস্তোরাঁতে যাই না, বাড়িতে যা খাবার হয় তাই খাই, একই খাবার খাই। পোশাকও কিনি না। আমার যা আছে, সবটাই সংস্থা প্রাপ্ত। আমি সেই অর্থে দেখতে গেলে গরিব। আমি সাফল্য সেলিব্রেট করি না।"

"আমি রেস্তোরাঁতে যাই না, বাড়িতে যা খাবার হয় তাই খাই, একই খাবার খাই। পোশাকও কিনি না। আমার যা আছে, সবটাই সংস্থা প্রাপ্ত। আমি সেই অর্থে দেখতে গেলে গরিব। আমি সাফল্য সেলিব্রেট করি না।"

5 / 8
"আপনি যদি আমার সঙ্গে পর পর সাত দিন দেখা করেন, দেখবেন আমি একই প্যান্ট পরে আছি। আমি মানুষকে উপহার দিতে পছন্দ করি। নিজের জন্য কিছুই কিনি না। আমার কোনও ব্যক্তিগত চাহিদা নেই।"

"আপনি যদি আমার সঙ্গে পর পর সাত দিন দেখা করেন, দেখবেন আমি একই প্যান্ট পরে আছি। আমি মানুষকে উপহার দিতে পছন্দ করি। নিজের জন্য কিছুই কিনি না। আমার কোনও ব্যক্তিগত চাহিদা নেই।"

6 / 8
"আমি আমার সন্তানদের ইচ্ছে পূরণ করতে পছন্দ করি। আমি গান শুনি না, তাই আমার কাছে কোনও স্পিকারও নেই। আমার প্রচুর জুতো আছে। তবে সেগুলো সব শুটিং থেকেই আসা। কারণ আমি শুধু স্নিকার্স পরি।"

"আমি আমার সন্তানদের ইচ্ছে পূরণ করতে পছন্দ করি। আমি গান শুনি না, তাই আমার কাছে কোনও স্পিকারও নেই। আমার প্রচুর জুতো আছে। তবে সেগুলো সব শুটিং থেকেই আসা। কারণ আমি শুধু স্নিকার্স পরি।"

7 / 8
শাহরুখ খান বরাবরই নিজের সঞ্চয় নিয়ে ভীষণ যত্নশীল। একাধিক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা গিয়েছে, তিনি অর্থের অপচয় করেন না। তবে কষ্ট পেয়ে থাাকেন অন্য কারণে।

শাহরুখ খান বরাবরই নিজের সঞ্চয় নিয়ে ভীষণ যত্নশীল। একাধিক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা গিয়েছে, তিনি অর্থের অপচয় করেন না। তবে কষ্ট পেয়ে থাাকেন অন্য কারণে।

8 / 8
শাহরুখের কথায়, কখন এই অনুভুতিটা হয় তাঁর জানেন, যখন কোনও সম্পর্ক ভাঙে। একবার এক সাক্ষাৎকারে করণ জোহরকে শাহরুখ খান বলেছিলেন ''আমি শুধু তখনই কষ্ট পাই যখন সম্পর্ক ভেঙে যায়।''

শাহরুখের কথায়, কখন এই অনুভুতিটা হয় তাঁর জানেন, যখন কোনও সম্পর্ক ভাঙে। একবার এক সাক্ষাৎকারে করণ জোহরকে শাহরুখ খান বলেছিলেন ''আমি শুধু তখনই কষ্ট পাই যখন সম্পর্ক ভেঙে যায়।''