Bangla News Photo gallery Did you know you can get Discount in Income Tax to Home Loan if you Have Wife, Know the Benefits
বউ থাকলেই পাওয়া যায় এত কিছু সুবিধা, জানলে বিয়ে করতে চাইবেন এখনই
ঈপ্সা চ্যাটার্জী |
Jan 09, 2025 | 4:07 PM
Savings: সঞ্চয় দ্বিগুণ করতে নিজের ও স্ত্রীর নামে আলাদা পিপিএফ অ্যাকাউন্ট খুলে বিনিয়োগ করতে পারেন। এতে প্রতি অ্যাকাউন্ট পিছু দেড় লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ের সুবিধা পাওয়া যায়।
1 / 9
কথায় আছে সংসার সুখের হয় রমণীর গুণে। নারী তার রূপ, গুণে সম্মৃদ্ধ করে তোলে সংসার।
2 / 9
আর আজকের যুগের নারী তো ঘরে বাইরে-সব জায়গাতেই একাই একশো। তারা সংসারও সামলাচ্ছে, আবার আয়ও করছে।
3 / 9
স্বামী ও স্ত্রী-দুইজনে মিলে গড়ে ওঠে সংসার। একটা সংসার চালাতে প্রয়োজন সাশ্রয়ের। সঞ্চয়ের অনেক পথ জানা থাকলেও, বহু মানুষ জানেন না যে বিভিন্ন কর থেকেও সাশ্রয় করা যায়।
4 / 9
বিশেষ করে স্ত্রী থাকলে আপনি আয়কর থেকে শুরু করে অন্যান্য স্কিমে ছাড় পেতে পারেন। স্ত্রী থাকার এটাও বড় উপকারিতা।
5 / 9
যেমন স্বামী-স্ত্রী উভয়ই যদি আয় করেন, তবে যৌথভাবে হোম লোন নিলে, উভয়েরই আয়করে ছাড় পাওয়া যায়।
6 / 9
সঞ্চয় দ্বিগুণ করতে নিজের ও স্ত্রীর নামে আলাদা পিপিএফ অ্যাকাউন্ট খুলে বিনিয়োগ করতে পারেন। এতে প্রতি অ্যাকাউন্ট পিছু দেড় লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ের সুবিধা পাওয়া যায়।
7 / 9
এছাড়া আপনি স্ত্রীর নামে কেউ যদি ন্যাশনাল পেনশন সিস্টেমে অ্যাকাউন্ট খোলেন, তবে নিজের ও স্ত্রীর অ্যাকাউন্টে করা বিনিয়োগের উপরে ৫০ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত কর ছাড়ের সুবিধা পাবেন।
8 / 9
আপনি যদি স্ত্রী ও পরিবারের জন্য স্বাস্থ্যবিমা করান। তবে তার প্রিমিয়ামের উপরও কর ছাড়ের দাবি করতে পারেন আয়কর আইনের ৮০ডি ধারার অধীনে।
9 / 9
আপনার যদি নিজের পাশাপাশি স্ত্রীর নামেও আলাদা সেভিং অ্যাকাউন্ট থাকে, তবে উভয় অ্যাকাউন্ট মিলিয়ে ১০ হাজার টাকা পর্যন্ত সুদের উপরে করছাড় পেতে পারেন।