Bangla News Photo gallery Did you remember Australian ex test captain Tim Paine sexting Controversy, what he is doing now
Tim Paine: “তোমার ওই ঠোঁট দিয়ে আমাকে শেষ করে দাও”, যৌন উস্কানিমূলক মন্তব্য করা টিম পেইনের জীবন কি স্বাভাবিক হয়েছে?
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Jan 31, 2023 | 11:46 AM
Cricket Australia: শিয়রে কড়া নাড়ছে বর্ডার-গাভাসকর ট্রফি। ভারত-অস্ট্রেলিয়া এই সিরিজে খেলতে দেখা যাবে না প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেইনকে। ২০১৭ সালে ক্রিকেট তাসমানিয়ার এক মহিলা কর্মীর সঙ্গে পেইনের সেক্স চ্যাটের ঘটনা সামনে। ২০২১ সালের নভেম্বরে অ্যাসেজ সিরিজে আগে তিনি অজি ক্রিকেট দলের ক্যাপ্টেন্সি ছাড়েন। তার পর থেকে জাতীয় দলের হয়ে আর খেলতে দেখা যায়নি পেইনকে।
1 / 8
বছর ছয়েক আগেকার এক ঘটনা ক্রিকেট বিশ্বে আলোড়ন তৈরি করেছিল। অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক টিম পেইন (Tim Paine) ২০১৭ সালে ঘরোয়া ক্রিকেট দল তাসমানিয়ার এক মহিলা কর্মীকে যৌন উস্কানিমূলক মেসেজ পাঠিয়েছিলেন। এই ঘটনা প্রকাশ্যে চলে আসতেই পেইনের জীবনে কালো ছায়া নেমে আসে। (ছবি-টুইটার)
2 / 8
২০১৬ সালে পেশায় নার্স বনিকে বিয়ে করেন টিম পেইন। এক বছরের মধ্যে তিনি ঘয়োরা ক্রিকেট দলের এক মহিলা কর্মীর সঙ্গে সেক্স চ্যাটের কাণ্ডে ফেঁসে পড়েন। ২০১৭ সালে ক্রিকেট তাসমানিয়ার এক মহিলা কর্মীর সঙ্গে পেইনের সেক্স চ্যাটের ঘটনা সামনে আসে ২০২১ সালের নভেম্বরে। (ছবি-টুইটার)
3 / 8
"তোমার ওই ঠোঁট দিয়ে আমাকে শেষ করে দাও", এই কথা বলার পর ওই মহিলা কর্মীকে পুরুষাঙ্গের ছবি পাঠান পেইন। যার পর পেইনের ওই মহিলা কর্মী অস্বস্তিতে পড়েন। সোশ্যাল মিডিয়ায় পরবর্তীতে ভাইরাল হয়ে যায় তাঁদের সেক্স চ্যাটের স্ক্রিনশট। (ছবি-টুইটার)
4 / 8
অবস্থা বেগতিক বুঝে অনুতপ্ত টিম পেইন স্ত্রী কাছে নিজের কুকীর্তির জন্য ক্ষমা চেয়ে নেন। মর্মাহত থাকলেও, সন্তানদের কথা ভেবে পেইনের স্ত্রী বনি তাঁকে ক্ষমা করে দেন। (ছবি-টুইটার)
5 / 8
২০২১ সালের নভেম্বরে ওই ঘটনা হওয়ার পর অ্যাসেজ সিরিজের ঠিক আগে অজি ক্রিকেট দলের ক্যাপ্টেন্সি ছেড়ে দেন টিম পেইন। জানান, তিনি ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিচ্ছেন। (ছবি-টুইটার)
6 / 8
পরবর্তীতে টিম পেইন যদিও তাঁর আত্মজীবনীতে দাবি করেছেন, তাঁকে কৌশলে অজি টেস্ট দল থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। (ছবি-টুইটার)
7 / 8
পেইন অবশ্য পরে ওই সেক্সটিং কাণ্ডের অভিযোগ অস্বীকার করে ষড়যন্ত্রের কথা বলেন। পরবর্তীতে ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তেও অভিযোগ থেকে তিনি মুক্তিও পান। এর পর পেইন জাতীয় দলের হয়ে আর না খেললেও, শেফিল্ড শিল্ডে তাসমানিয়ার হয়ে খেলেছেন। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে ২০২২ সালের ২৪ ডিসেম্বর শেষ খেলেছেন পেইন। (ছবি-টুইটার)
8 / 8
এই সবের মাঝে, টিম পেইনের ওপর যৌন উস্কানিমূলক অভিযোগ আনা ওই তাসমানিয়া ক্রিকেটের মহিলা কর্মী অন্য মামলায় ফেঁসে গিয়েছেন। তাঁর বিরুদ্ধে চুরির অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, তাসমানিয়া ক্রিকেটের কর্মী থাকাকালীন তিনি আর্থিক নয়ছয় করেছিলেন। যার ফলে, হোবার্ট ম্যাজিস্ট্রেট আদালতে তাঁর বিরুদ্ধে মামলা হবে। (ছবি-টুইটার)