Qatar World Cup 2022: কাতার বিশ্বকাপে থাকছে মারাদোনার ‘হ্যান্ড অব গড’ জার্সি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 02, 2022 | 7:45 AM

Diego Maradona: কাতার বিশ্বকাপে থাকছে ফুটবল রাজপুত্রের বিশেষ জার্সি। ১৯৮৬ সালের ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে এক কীর্তি গড়েছিলেন আর্জেন্টাইন তারকা দিয়েগো মারাদোনা। তাঁর দু’টি বিশেষ গোলের সুবাদে ২-১ গোলে সেই ম্যাচে জিতেছিল আর্জেন্টিনা। ওই ম্যাচের দুটি গোল পরিচিত ‘হ্যান্ড অব গড’ (hand of God) ও ‘গোল অব দ্য সেঞ্চুরি’ (goal of the century) নামে। যে বিখ্য়াত জার্সি পরে মারাদোনা সেই ম্যাচে খেলেছিলেন, সেটি কয়েকদিন আগে নিলামে উঠেছিল।

1 / 5
কাতার বিশ্বকাপে থাকছে ফুটবল রাজপুত্রের বিশেষ জার্সি। ১৯৮৬ সালের ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে  ইংল্যান্ডের বিরুদ্ধে এক কীর্তি গড়েছিলেন আর্জেন্টাইন তারকা দিয়েগো মারাদোনা। তাঁর দু’টি বিশেষ গোলের সুবাদে ২-১ গোলে সেই ম্যাচে জিতেছিল আর্জেন্টিনা। ওই ম্যাচের দুটি গোল পরিচিত ‘হ্যান্ড অব গড’ (hand of God) ও ‘গোল অব দ্য সেঞ্চুরি’ (goal of the century) নামে।

কাতার বিশ্বকাপে থাকছে ফুটবল রাজপুত্রের বিশেষ জার্সি। ১৯৮৬ সালের ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে এক কীর্তি গড়েছিলেন আর্জেন্টাইন তারকা দিয়েগো মারাদোনা। তাঁর দু’টি বিশেষ গোলের সুবাদে ২-১ গোলে সেই ম্যাচে জিতেছিল আর্জেন্টিনা। ওই ম্যাচের দুটি গোল পরিচিত ‘হ্যান্ড অব গড’ (hand of God) ও ‘গোল অব দ্য সেঞ্চুরি’ (goal of the century) নামে।

2 / 5
 যে বিখ্য়াত জার্সি পরে মারাদোনা সেই ম্যাচে খেলেছিলেন, সেটি কয়েকদিন আগে নিলামে উঠেছিল। নিলামে রেকর্ড অর্থে, ৯.৩ মিলিয়নে মারাদোনার জার্সিটি কিনেছেন, পরিচয় জানাতে অনিচ্ছুক এক ব্যক্তি।

যে বিখ্য়াত জার্সি পরে মারাদোনা সেই ম্যাচে খেলেছিলেন, সেটি কয়েকদিন আগে নিলামে উঠেছিল। নিলামে রেকর্ড অর্থে, ৯.৩ মিলিয়নে মারাদোনার জার্সিটি কিনেছেন, পরিচয় জানাতে অনিচ্ছুক এক ব্যক্তি।

3 / 5
এ বার সেই বিশেষ জার্সি দেখা যাবে বিশ্বকাপে।  শুধু বিশ্বকাপের সময় নয়, সব মিলিয়ে প্রায় মাস পাঁচেক সেখানেই ফুটবলপ্রেমীরা দেখতে পাবে ওই বিখ্যাত জার্সিটি।

এ বার সেই বিশেষ জার্সি দেখা যাবে বিশ্বকাপে। শুধু বিশ্বকাপের সময় নয়, সব মিলিয়ে প্রায় মাস পাঁচেক সেখানেই ফুটবলপ্রেমীরা দেখতে পাবে ওই বিখ্যাত জার্সিটি।

4 / 5
কাতার বিশ্বকাপের মঞ্চে মারাদোনার জার্সি রাখতে পেরে উত্তেজিত কাতার মিউজিয়ামের কর্তৃপক্ষরা।

কাতার বিশ্বকাপের মঞ্চে মারাদোনার জার্সি রাখতে পেরে উত্তেজিত কাতার মিউজিয়ামের কর্তৃপক্ষরা।

5 / 5
 ইংল্যান্ডের প্রাক্তন মিডফিল্ডার স্টিভ হজ ১৯৮৬ সালের সেই বিখ্যাত ম্যাচের পর, মারাদোনার সঙ্গে নিজের জার্সিটি বদল করেছিলেন। এরপর ২০ বছর ধরে মারাদোনার জার্সিটি ম্যাঞ্চেস্টারে জাতীয় ফুটবল মিউজিয়ামেও ছিল। চলতি বছরের মে মাসে সেটি নিলামে ওঠে।

ইংল্যান্ডের প্রাক্তন মিডফিল্ডার স্টিভ হজ ১৯৮৬ সালের সেই বিখ্যাত ম্যাচের পর, মারাদোনার সঙ্গে নিজের জার্সিটি বদল করেছিলেন। এরপর ২০ বছর ধরে মারাদোনার জার্সিটি ম্যাঞ্চেস্টারে জাতীয় ফুটবল মিউজিয়ামেও ছিল। চলতি বছরের মে মাসে সেটি নিলামে ওঠে।

Next Photo Gallery