National Cancer Awareness Day 2021: ক্যান্সারের হাত থেকে সুরক্ষিত থাকতে চান? খাদ্যগত তালিকায় আনুন পরিবর্তন
ক্যান্সার এমন একটি রোগ যা টিকা বা ওষুধ এখনও পৃথিবীতে আবিষ্কার হয়নি। তবে এই রোগের একাধিক চিকিৎসা পদ্ধতি রয়েছে, যা অত্যন্ত বেদনাদায়ক। তবে প্রথম থেকে সচেতন থাকলে প্রথম পর্যায়তেই এই রোগ শনাক্ত করা যায়। উপরন্ত সুস্থ থাকতে আপনি খাদ্যতালিকায় পরিবর্তন আনতে পারেন।