
কুলফি: ভারতে পাওয়া যায় কুলফি। দুধ, পেস্তা ও বাদাম দিয়ে তৈরি করা এই আইসক্রিম।

ফালুদা: ইরানের জনপ্রিয় আইস ক্রিম ফালুদা। গোলাপের সিরাপ ব্যবহার করা হয় এই আইসক্রিম তৈরিতে।

ফ্রোজেন দই: এই আইসক্রিম প্রথম আমেরিকার তৈরি হয়। তারপর ধীরে ধীরে এর জনপ্রিয়তা বাড়তে শুরু করে এবং বর্তমানে এটি পৃথিবীর সব প্রান্তে পাওয়া যায়।

রোলড আইসক্রিম: বর্তমানে পৃথিবীর অনেক দেশেই এই রোল আইসক্রিমের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। কিন্তু এই আইসক্রিমের উৎসস্থল হল থাইল্যান্ডে।

ডনডুরমা: বর্তমান সময়ে এই আইসক্রিম আমাদের ভারতেও পাওয়া যাচ্ছে। তবে এই আইসক্রিমের উৎসস্থল হল তুর্কি। এই আইসক্রিম তৈরিতে ম্যাসটিক গাম ব্যবহার করা হয়।

জিপাঞ্জি আইস ক্রিম: জে (J) আকৃতির দেখতে হয় এই আইস ক্রিম, যার দুই প্রান্তে থাকে চকোলেট। এই আইস ক্রিম কোরিয়ার জনপ্রিয় খাদ্য।

সোরবেট: ইউরোপের দেশগুলিতে এই আইসক্রিম পাওয়া যায়। চিনি ফ্রোজেন ফ্রমই হল সোরবেট।

বাওবিং: ক্রিমে ভরপুর হয় বাওবিং। এই আইসক্রিম তাইওয়ানের একটি জনপ্রিয় খাদ্য।