Lipstick: লিপস্টিক কি শুধুই ঠোঁটের জন্য? এবার পুজোয় একটু অন্যরকম করে দেখুন তো!

TV9 Bangla Digital | Edited By: megha

Sep 17, 2021 | 6:14 PM

চিরকালই লিপস্টিক ঠোঁটেই লাগিয়ে আসছেন। কোনদিন ভেবে দেখেছেন একটি মাত্র লিপস্টিক দিয়ে আপনি সম্পূর্ণ করতে পারেন আপনার সমগ্র মেকআপ! এতে পরিবর্তন হয়ে যাবে আপনার লুকও। দেখে নিন মেকআপে কীভাবে ব্যবহার করবেন লিপস্টিক!

1 / 6
উৎসবের ভীড়ে নজর কাড়তে চোখে কাজল আর হালকা লিপস্টিকই যথেষ্ট। আপনার লুককে আরও আকর্ষণীয় করে তোলার জন্য এই লিপস্টিককে ব্যবহার করুন একটু অন্য ভাবে।

উৎসবের ভীড়ে নজর কাড়তে চোখে কাজল আর হালকা লিপস্টিকই যথেষ্ট। আপনার লুককে আরও আকর্ষণীয় করে তোলার জন্য এই লিপস্টিককে ব্যবহার করুন একটু অন্য ভাবে।

2 / 6
আপনি আপনার লিপস্টিককে ব্লাশ হিসাবে ব্যবহার করতে পারেন। অ্যাপ্লিকেশনটি ক্রিম-ভিত্তিক ব্লাশের মতই মসৃণ হবে। আপনার গালে কিছুটা লিপস্টিক ড্যাব করুন এবং আপনার আঙ্গুল দিয়ে ভাল ভাবে গালের লাগিয়ে নিন।

আপনি আপনার লিপস্টিককে ব্লাশ হিসাবে ব্যবহার করতে পারেন। অ্যাপ্লিকেশনটি ক্রিম-ভিত্তিক ব্লাশের মতই মসৃণ হবে। আপনার গালে কিছুটা লিপস্টিক ড্যাব করুন এবং আপনার আঙ্গুল দিয়ে ভাল ভাবে গালের লাগিয়ে নিন।

3 / 6
ব্রাউন শেডের লিপস্টিককে ব্যবহার করুন ব্রঞ্জার হিসাবে।

ব্রাউন শেডের লিপস্টিককে ব্যবহার করুন ব্রঞ্জার হিসাবে।

4 / 6
জামার সঙ্গে ম্যাচিং করে লাল রঙের আই লাইনার পড়তে চান? তুলিতে করে লিপস্টিক নিয়ে বুলিয়ে নিন চোখে

জামার সঙ্গে ম্যাচিং করে লাল রঙের আই লাইনার পড়তে চান? তুলিতে করে লিপস্টিক নিয়ে বুলিয়ে নিন চোখে

5 / 6
লিপস্টিক লিক্যুইড হোক বা ম্যাড, পছন্দের শেডের পড়তে পারেন আইশ্যাডোও।

লিপস্টিক লিক্যুইড হোক বা ম্যাড, পছন্দের শেডের পড়তে পারেন আইশ্যাডোও।

6 / 6
চোখের নিচে কালচে ভাবকে মেকআপ দিয়ে ঢাকতে চান? অরেঞ্জ শেডের লিপস্টিক ব্যবহার করুন কনসিলার হিসাবে।

চোখের নিচে কালচে ভাবকে মেকআপ দিয়ে ঢাকতে চান? অরেঞ্জ শেডের লিপস্টিক ব্যবহার করুন কনসিলার হিসাবে।

Next Photo Gallery