Photo Gallery: নিজে হাতে প্লাস্টিক কুড়োলেন ওসি, ভিড় জমালেন দিঘা-মন্দারমনির পর্যটকেরা

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 04, 2022 | 1:23 PM

Photo Gallery : পুলিশের এই পদক্ষেপে খুশি পর্যটকেরা। তাঁদের দাবি, সচেতন হতে হবে সাধারণ মানুষকেও।

1 / 6
শুধু পূর্ব মেদিনীপুর নয়, গোটা রাজ্যের মধ্যে সৈকত শহর হিসেবে পর্যটকদের কাছে আকর্ষণীয় দিঘা বা মন্দারমনি। শনি-রবি হোক বা লম্বা ছুটি, রাজ্যের এই দুটি জায়গায় ভিড় চোখে পড়ে সবসময়। আর পর্যটকের ভিড়ের সঙ্গেই বাড়ে অপরিচ্ছন্নতাও। এবার সেই সৈকত পরিষ্কার করতে উদ্যোগ নিল প্রশাসন।

শুধু পূর্ব মেদিনীপুর নয়, গোটা রাজ্যের মধ্যে সৈকত শহর হিসেবে পর্যটকদের কাছে আকর্ষণীয় দিঘা বা মন্দারমনি। শনি-রবি হোক বা লম্বা ছুটি, রাজ্যের এই দুটি জায়গায় ভিড় চোখে পড়ে সবসময়। আর পর্যটকের ভিড়ের সঙ্গেই বাড়ে অপরিচ্ছন্নতাও। এবার সেই সৈকত পরিষ্কার করতে উদ্যোগ নিল প্রশাসন।

2 / 6
বাঙালির প্রিয় পর্যটন কেন্দ্র দিঘাকে ইতিমধ্যে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ পরিবেশ বান্ধব হিসেবে প্লাস্টিক ফ্রি জোন ঘোষণা করা হয়েছে। ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসের আগে তাই শুরু হয়েছে তোড়জোড়। মন্দারমনি উপকূল থানার পুলিশ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

বাঙালির প্রিয় পর্যটন কেন্দ্র দিঘাকে ইতিমধ্যে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ পরিবেশ বান্ধব হিসেবে প্লাস্টিক ফ্রি জোন ঘোষণা করা হয়েছে। ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসের আগে তাই শুরু হয়েছে তোড়জোড়। মন্দারমনি উপকূল থানার পুলিশ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

3 / 6
গত কয়েকদিন ধরে মন্দারমনি সৈকত প্লাস্টিক বর্জনে পর্যটকদের সচেতন করা হচ্ছে। শুক্রবার সকালে মন্দারমনি কোস্টাল থানার ওসি অনুষ্কা মাইতি সহ পুলিশ কর্মীরা নিজে হাতে প্লাস্টিক পরিষ্কার করেছেন। ওসি-র কর্মকাণ্ডে খুশি পর্যটক থেকে স্থানীয় বাসিন্দারা। সৈকত নগরীকে ঝাঁ-চকচকে চেহারা দেওয়া হচ্ছে।

গত কয়েকদিন ধরে মন্দারমনি সৈকত প্লাস্টিক বর্জনে পর্যটকদের সচেতন করা হচ্ছে। শুক্রবার সকালে মন্দারমনি কোস্টাল থানার ওসি অনুষ্কা মাইতি সহ পুলিশ কর্মীরা নিজে হাতে প্লাস্টিক পরিষ্কার করেছেন। ওসি-র কর্মকাণ্ডে খুশি পর্যটক থেকে স্থানীয় বাসিন্দারা। সৈকত নগরীকে ঝাঁ-চকচকে চেহারা দেওয়া হচ্ছে।

4 / 6
রাজস্থান থেকে আসা এক পর্যটক রিনা গুপ্তা বলেন, শুধু পরিবেশ দিবসে সৈকত নগরী পরিষ্কার করলে চলবে না। সব সময় যাতে পরিষ্কার রাখা হয় তার জন্য পুলিশ প্রশাসনকে উদ্যোগ নিতে হবে।

রাজস্থান থেকে আসা এক পর্যটক রিনা গুপ্তা বলেন, শুধু পরিবেশ দিবসে সৈকত নগরী পরিষ্কার করলে চলবে না। সব সময় যাতে পরিষ্কার রাখা হয় তার জন্য পুলিশ প্রশাসনকে উদ্যোগ নিতে হবে।

5 / 6
মন্দারমনি কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক  অনুষ্কা মাইতি বলেন, 'শুধু পরিবেশ দিবস উপলক্ষে নয়, সারা বছরই পরিবেশ বান্ধব হোক এমন কথা মাথায় রেখেই সৈকত এলাকা প্লাস্টিক মুক্ত করা হচ্ছে। মন্দারমনিতে আসা পর্যটকদের সচেতন করা হচ্ছে। প্রত্যেকদিন সকালে উঠে সৈকত নগরী পরিষ্কার রাখার ব্যবস্থা করি আমরা। এখনও পর্যন্ত প্রায় ৩৫০ কেজির বেশি প্লাস্টিক আমরা এই সৈকত থেকে সংগ্রহ করেছি।'

মন্দারমনি কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনুষ্কা মাইতি বলেন, 'শুধু পরিবেশ দিবস উপলক্ষে নয়, সারা বছরই পরিবেশ বান্ধব হোক এমন কথা মাথায় রেখেই সৈকত এলাকা প্লাস্টিক মুক্ত করা হচ্ছে। মন্দারমনিতে আসা পর্যটকদের সচেতন করা হচ্ছে। প্রত্যেকদিন সকালে উঠে সৈকত নগরী পরিষ্কার রাখার ব্যবস্থা করি আমরা। এখনও পর্যন্ত প্রায় ৩৫০ কেজির বেশি প্লাস্টিক আমরা এই সৈকত থেকে সংগ্রহ করেছি।'

6 / 6
পর্যটকদের অনেকেই পুলিশকে সাধুবাদ জানানোর পাশাপাশি দাবি করেছেন, প্রশাসন তৎপর হলেই শুধু হবে না, সচেতন হতে হবে সাধারণ মানুষকে।

পর্যটকদের অনেকেই পুলিশকে সাধুবাদ জানানোর পাশাপাশি দাবি করেছেন, প্রশাসন তৎপর হলেই শুধু হবে না, সচেতন হতে হবে সাধারণ মানুষকে।

Next Photo Gallery