
বিশেষজ্ঞদের মতে সেক্সবট বিভিন্ন মানুষের কাছেই বিশেষ উপকারি প্রমাণিত হয়েছে। যারা নিজেদের ইচ্ছের কথা লোক সমক্ষে জানাতে লজ্জা পায় তাঁদের ক্ষেত্রে এই সেক্সবট বিশেষভাবে সাহায্য করে থাকে।

সেক্সবটের ব্যবহার কখনওই আপনার সঙ্গীর সঙ্গে বিশ্বাসঘাতকতা হতে পারে না বলেই জানালেন লেখক নীল ম্যাক আর্থার। তাঁর মতে, সেক্সবটের ব্যবহারে মানুষ তাঁর সংসার জীবনেও সুখী হতে পারবে।

নারীদের শরীর সম্পর্কে স্টিরিওটাইপ ধারণার প্রতিবাদে বিভিন্ন নেতিবাচক মন্তব্য আসে। তখন অ্যালিসন সিলভা জানান যে প্রয়োজনে সেক্সবট একজন পুরুষের চেহারাও নিতে পারে। সেক্সবট মানুষের প্রয়োজনে তৈরি, এতে লিঙ্গের তকমা দেওয়ার কোনও কারণ নেই।

সভার মতে, প্রযুক্তি মানুষের ভাল কাজে যাতে আসে তারই দৃষ্টান্ত রেখে চলেছে সেক্সবট। তাঁরা নিশ্চিত যে সেক্সবটের ব্যবহার সেই সকল মানুষকে বিশেষ উপকার করবে যারা সামাজিক জমায়েতে খুব বেশি ভয় পান।

সেক্সবট হতাশ হওয়া মানুষের যেকোনও সময় কথা শুনে তাঁদের নানান ধরনের পরামর্শও দিয়ে থাকে। আজকের দিনে যেখানে মানুষের পাশে প্রয়োজনে কাউকে পাওয়া যায় না সেখানে এই ধরনের যন্ত্রের থাকাটা অত্যন্ত সুবিধাজনক বলেই মনে করছেন মনোবিদরা।

এমনকি যখন কোনও সম্পর্কে একজন অন্যজনের চেয়ে বেশি সহবাসে সক্রিয় থাকতে চায়, সেক্ষেত্রেও সেক্সবট বিশেষ উপকারি হতে পারে।