Dilip Ghosh in Amsterdam: রাষ্ট্রপতির সঙ্গে আমস্টারডামে দিলীপ ঘোষ, কেমন কাটছে বিদেশ সফর? দেখুন ছবিতে

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Apr 06, 2022 | 5:39 PM

Dilip Ghosh in Netherlands: রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে বিদেশ সফরে গিয়েছেন দিলীপ ঘোষ। বর্তমানে তিনি রয়েছেন নেদারল্যান্ডসের আমস্টারডামে। কেমন কাটছে তাঁর সেখানে?

1 / 6
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে বিদেশ সফরে গিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। নিজের ফেসবুক হ্যান্ডেলে সেই সফরের বিভিন্ন মুহূর্ত তুলে ধরেছেন দিলীপ ঘোষ। বুধবার আমস্টারডামের অ্যাজাক্স ফুটবল ক্লাব পরিদর্শনের ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে বিদেশ সফরে গিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। নিজের ফেসবুক হ্যান্ডেলে সেই সফরের বিভিন্ন মুহূর্ত তুলে ধরেছেন দিলীপ ঘোষ। বুধবার আমস্টারডামের অ্যাজাক্স ফুটবল ক্লাব পরিদর্শনের ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন।

2 / 6
অ্যাজাক্স ফুটবল ক্লাবের পরিকাঠামো দেখে তার প্রশংসায় পঞ্চমুখ দিলীপ ঘোষ। লিখেছেন, ফুটবল ক্লাবের পরিকাঠামো ও আধুনিকতা সত্যিই অভিনব। ক্লাবের ভিতরেই রয়েছে ১২ টি রেস্তঁরা। স্টেডিয়ামটিও দেখার মতো।

অ্যাজাক্স ফুটবল ক্লাবের পরিকাঠামো দেখে তার প্রশংসায় পঞ্চমুখ দিলীপ ঘোষ। লিখেছেন, ফুটবল ক্লাবের পরিকাঠামো ও আধুনিকতা সত্যিই অভিনব। ক্লাবের ভিতরেই রয়েছে ১২ টি রেস্তঁরা। স্টেডিয়ামটিও দেখার মতো।

3 / 6
ক্লাবের ইন্টারন্যাশনাল ডিরেক্টরের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

ক্লাবের ইন্টারন্যাশনাল ডিরেক্টরের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

4 / 6
রাষ্ট্রপতির সঙ্গে বিদেশ সফর ভালই কাটছে দিলীপ ঘোষের। দিলীপ বাবুর প্রাতঃভ্রমণের অভ্যেস কারও অজানা নয়। বিদেশ সফরেও তাতে কোনও পরিবর্তন নেই। নেদারল্যান্ডসেও নিয়ম করে প্রাতঃভ্রমণ করছেন। সেই ছবি নিজের ফেসবুক হ্যান্ডেলে শেয়ার করেছেন তিনি।

রাষ্ট্রপতির সঙ্গে বিদেশ সফর ভালই কাটছে দিলীপ ঘোষের। দিলীপ বাবুর প্রাতঃভ্রমণের অভ্যেস কারও অজানা নয়। বিদেশ সফরেও তাতে কোনও পরিবর্তন নেই। নেদারল্যান্ডসেও নিয়ম করে প্রাতঃভ্রমণ করছেন। সেই ছবি নিজের ফেসবুক হ্যান্ডেলে শেয়ার করেছেন তিনি।

5 / 6
আমস্টারডামের ড্যাম স্কোয়ারে মর্নিং ওয়াকে বেরিয়ে সেই সময়ের কিছু মুহূর্ত ফেসবুকে তুলে ধরেছেন দিলীপ ঘোষ। লিখেছেন, "এটি আমস্টারডামের প্রাণকেন্দ্র বলা চলে। মূলত নেদারল্যান্ডসের প্রাচীনতম একটি ড্যাম এটি।"

আমস্টারডামের ড্যাম স্কোয়ারে মর্নিং ওয়াকে বেরিয়ে সেই সময়ের কিছু মুহূর্ত ফেসবুকে তুলে ধরেছেন দিলীপ ঘোষ। লিখেছেন, "এটি আমস্টারডামের প্রাণকেন্দ্র বলা চলে। মূলত নেদারল্যান্ডসের প্রাচীনতম একটি ড্যাম এটি।"

6 / 6
রামনাথ কোবিন্দের সঙ্গে নেদারল্যান্ডসের আমস্টারডামের বোটানিক্যাল গার্ডেন  কেউকেনহফ ঘুরে দেখেন দিলীপ ঘোষ। এই কেউকেনহফে রাষ্ট্রপতি কোবিন্দ হলুদ রঙের একটি নতুন টিউলিপ ফুলের প্রজাতির নামকরণ করেন 'মৈত্রী'। দিলীপ ঘোষ লিখেছেন, এটি ভারত ও নেদারল্যান্ডসের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উদযাপনের প্রতীক।

রামনাথ কোবিন্দের সঙ্গে নেদারল্যান্ডসের আমস্টারডামের বোটানিক্যাল গার্ডেন কেউকেনহফ ঘুরে দেখেন দিলীপ ঘোষ। এই কেউকেনহফে রাষ্ট্রপতি কোবিন্দ হলুদ রঙের একটি নতুন টিউলিপ ফুলের প্রজাতির নামকরণ করেন 'মৈত্রী'। দিলীপ ঘোষ লিখেছেন, এটি ভারত ও নেদারল্যান্ডসের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উদযাপনের প্রতীক।

Next Photo Gallery