Birthday- Dimple: ৬৫তম জন্মদিন ডিম্পল কাপাডিয়ার, তাঁর রঙিন জীবনের কিছু ছবি ও কাহিনি

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

Jun 08, 2022 | 10:47 AM

Birthday- Dimple: ‘ববি’ ছবি দিয়ে বলিউডে পা। প্রথম ছবিতেই দর্শক মন জয়। কিন্তু তার পরই করেন বিয়ে রাজেশ খান্নাকে। সিনেমা ছেড়ে সংসারী। রাজেশের সঙ্গে সমস্যা, আবার ফিরে আসা সিনেমায় ১১ বছর পর।

1 / 7
আজ ডিম্পল কাপাডিয়ার জন্মদিন। ৬৫ বছর বয়সেও তিনি সুন্দরী।

আজ ডিম্পল কাপাডিয়ার জন্মদিন। ৬৫ বছর বয়সেও তিনি সুন্দরী।

2 / 7
ববি সিনেমা দিয়ে শুরু সিনেমার কেরিয়ার। বিপরীতে ছিলেন ঋষি কাপুর।

ববি সিনেমা দিয়ে শুরু সিনেমার কেরিয়ার। বিপরীতে ছিলেন ঋষি কাপুর।

3 / 7
কিন্তু প্রথম ছবির পরই রাজেশ খান্নাকে বিয়ে করে সংসারী।

কিন্তু প্রথম ছবির পরই রাজেশ খান্নাকে বিয়ে করে সংসারী।

4 / 7
দুই মেয়ে টুইঙ্কেল এবং রিঙ্কিকে নিয়ে সুখের সংসার বেশি দিন থাকেনি। ডিভোর্স না করেও আলাদা হয়ে যান ডিম্পল-রাজেশ খান্না.

দুই মেয়ে টুইঙ্কেল এবং রিঙ্কিকে নিয়ে সুখের সংসার বেশি দিন থাকেনি। ডিভোর্স না করেও আলাদা হয়ে যান ডিম্পল-রাজেশ খান্না.

5 / 7
১১ বছর পর আবার ফিরে আসা সিনেমায়। কামব্যাক ছবিতেও তাঁর নায়ক ঋষি কাপুর। সাগর ছবিতে তাঁরা দুজন ছাড়াও অভিনয় করেন কমল হাসান।

১১ বছর পর আবার ফিরে আসা সিনেমায়। কামব্যাক ছবিতেও তাঁর নায়ক ঋষি কাপুর। সাগর ছবিতে তাঁরা দুজন ছাড়াও অভিনয় করেন কমল হাসান।

6 / 7
আলাদা হলেও রাজেশ খান্না খারাপ অবস্থা ফিরে আসেন তিনি বারে বারে।

আলাদা হলেও রাজেশ খান্না খারাপ অবস্থা ফিরে আসেন তিনি বারে বারে।

7 / 7
তাঁর এবং সানি দেওলের সম্পর্ক নিয়ে বরাবরই বি-টাউনে চলেছে গুঞ্জন। রাজেশ খান্না মারা যাওয়ার পরও দুজনকে লন্ডনে একসঙ্গে দেখা যায়। সেই ছবি হয়েছিল ভাইরাল।

তাঁর এবং সানি দেওলের সম্পর্ক নিয়ে বরাবরই বি-টাউনে চলেছে গুঞ্জন। রাজেশ খান্না মারা যাওয়ার পরও দুজনকে লন্ডনে একসঙ্গে দেখা যায়। সেই ছবি হয়েছিল ভাইরাল।

Next Photo Gallery