
রবিরাতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। তার আগে ফুরফুরে মেজাজে ঈশান কিষাণ-দীনেশ কার্তিকরা। ডাবলিন থেকে গ্রুপ ছবি শেয়ার করেছেন ডিকে।

আর সেই গ্রুপ ছবি তোলার আগে ঈশান কিষাণ চুল ঠিক করছিলেন। সেই ছবি ইন্সটা স্টোরিতে দিয়ে ডিকে লেখেন, "ছবি তোলার আগে চুল ঠিক করাটা ছেলেদের আবশ্যিক একটা কাজ।"

ডিকের ইন্সটা স্টোরির উত্তরে ঈশানও সেই ছবি শেয়ার করে লেখেন, "হাহা! ইট ইস হোয়াট ইট ইইইসস।"

ভারতের তারকা ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল টুইটারে দীনেশ কার্তিক ও ঋতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে সবুজে ঘেরা রাস্তার পাশে সাইকেল নিয়ে দাঁড়িয়ে একখানা ছবিও শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, 'রাইড ইট।'

আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২৬ জুন ও ২৮ জুন ডাবলিনে দুটি টি-টোয়েন্টি ম্যাচে খেলবে হার্দিক পান্ডিয়ার ভারত।