
মাত্র ২১ বছর বয়সেই ভালোবেসে ছেলেবেলার বন্ধু নিকিতা বানজারাকে বিয়ে করেছিলেন ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার দীনেশ কার্তিক। ছবি: টুইটার

সেই ছেলেবেলার সঙ্গী একসময় ছায়াসঙ্গী ছিলেন কার্তিকের। মাঠ থেকে শুরু করে সর্বত্র সারাক্ষণ কার্তিকের সঙ্গেই দেখা যেত নিকিতাকে। ছবি: টুইটার

তবে হঠাৎই ২০১২ সালে কার্তিকের জীবনে এল অন্ধকার। ২০১২-তে বিজয় হাজারে ট্রফি খেলার সময় তিনি জানতে পারেন, তাঁর ছেলেবেলার ভালোবাসা নিকিতা প্রেমে পড়েছেন তাঁরই বন্ধু মুরলী বিজয়ের। ছবি: টুইটার

তাঁরই চোখের আড়ালে চলছে এই সব কাণ্ড, তা আঁচ করতে পারেননি কার্তিক। দুই বন্ধুর এই প্রতারণা মেনে নিতে না পেরে ভেঙে পড়েন। ছবি: টুইটার

এরপর নিকিতাকে ডিভোর্স দেন কার্তিক। অন্যদিকে বিজয়ের হাত ধরে নতুন সংসার পাতেন নিকিতা। ছবি: টুইটার

তাঁদের নিয়ে বিভিন্ন মহলে চর্চা শুরু হয়। বিজয় ও নিকিতার কোল আলো করে আসে তাঁদের তিন সন্তান। ছবি: টুইটার

খেলার মাঠে শত্রুতা হয় না! ২০১৮ সালে একই মাঠে দেখা গিয়েছিল কার্তিক ও বিজয়কে। ছবি: টুইটার

এই প্রতারণা ভুলতে বেশ কিছুদিন সময় লেগেছিল কার্তিকের। পরে স্কোয়াশ প্লেয়ার দীপিকা পাল্লিকালের প্রেমে পড়েন তিনি। এখন সুখের সংসার তাঁদের। রয়েছে দুই যমজ ছেলেও। ছবি: টুইটার