TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
May 11, 2022 | 6:36 PM
২০০৪ সালে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন পরিচালক অনুরাগ বসু।
চিকিৎসকরা তাঁকে বলেছিলেন, বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে ৫০ শতাংশ।
কিন্তু জীবনযুদ্ধে জয়ী হয়েছেন পরিচালক।
টেলিভিশনে কেরিয়ার শুরু করেছিলেন অনুরাগ। ২০০২ সালে ছবি তৈরি করবেন বলে ঠিক করেন।
সবে মাত্র কাজ শুরু করেছিলেন। ২০০৪ সালে লিউকেমিয়ায় আক্রান্ত হন অনুরাগ। তাঁর হাতে নাকি ২ মাস সময় ছিল বেঁচে থাকার জন্য। সেই জায়গা থেকে ফিরে এসেছেন পরিচালক।
চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে এসেছেন। বীরের মতো লড়াই করেছেন মারণ রোগ ক্যান্সারের সঙ্গে।
ফিরে এসে তৈরি করেছেন 'লাইফ ইন আ মেট্রো', 'গ্যাংস্টার', 'মার্ডার', 'বরফি' ও 'লুডো'র মতো ছবি।