Tollywood News: ‘মন খারাপ’-এর শুটিং শেষ, এই ছবি দেখে নাকি আপনি কাঁদবেন, হাসবেন আবার আনন্দও পাবেন

Tollywood News: প্রিয়াঙ্কা লিখেছেন, কী সুন্দর জার্নি ছিল, ‘এমন কেয়ারিং সিনিয়র এবং সহকর্মী পেয়ে আমি আশীর্বাদধন্য। পাভেলদা এই সুযোগ আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ যথেষ্ট নয়। তুমি আমার প্রিয় পরিচালক, আর সব সময়ই তা থাকবে।’

| Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Dec 08, 2021 | 11:16 AM

1 / 7
‘মন খারাপ’। অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্যের কেরিয়ারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছবি। পাভেল পরিচালিত এই ছবি একটি মাইলস্টোন হতে চলেছে বলে বিশ্বাস করেন তিনি। সদ্য এই ছবির শুটিং শেষ করলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি শেয়ার করে নিজের কৃতজ্ঞতা প্রকাশ করলেন।

‘মন খারাপ’। অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্যের কেরিয়ারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছবি। পাভেল পরিচালিত এই ছবি একটি মাইলস্টোন হতে চলেছে বলে বিশ্বাস করেন তিনি। সদ্য এই ছবির শুটিং শেষ করলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি শেয়ার করে নিজের কৃতজ্ঞতা প্রকাশ করলেন।

2 / 7
প্রিয়াঙ্কা লিখেছেন, কী সুন্দর জার্নি ছিল, ‘এমন কেয়ারিং সিনিয়র এবং সহকর্মী পেয়ে আমি আশীর্বাদধন্য। পাভেলদা এই সুযোগ আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ যথেষ্ট নয়। তুমি আমার প্রিয় পরিচালক, আর সব সময়ই তা থাকবে।’

প্রিয়াঙ্কা লিখেছেন, কী সুন্দর জার্নি ছিল, ‘এমন কেয়ারিং সিনিয়র এবং সহকর্মী পেয়ে আমি আশীর্বাদধন্য। পাভেলদা এই সুযোগ আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ যথেষ্ট নয়। তুমি আমার প্রিয় পরিচালক, আর সব সময়ই তা থাকবে।’

3 / 7
প্রিয়াঙ্কা আরও জানান, এমন সুখস্মৃতি আরও তৈরি করতে প্রস্তুত তিনি। তবে আপাতত সিনেমা হলে কবে এই ছবি মুক্তি পাবে, তার অপেক্ষায় রয়েছেন।

প্রিয়াঙ্কা আরও জানান, এমন সুখস্মৃতি আরও তৈরি করতে প্রস্তুত তিনি। তবে আপাতত সিনেমা হলে কবে এই ছবি মুক্তি পাবে, তার অপেক্ষায় রয়েছেন।

4 / 7
‘মন খারাপ’ প্রসঙ্গে TV9 বাংলাকে প্রিয়াঙ্কা আগেই বলেছিলেন, “এতটা গুরুত্বপূর্ণ চরিত্র আগে কখনও করিনি। পাভেলদা দারুণ সুযোগ দিয়েছে আমাকে, বিশ্বাস করে। তুমি পারবে এটা করতে, এটা বলেছিল।”

‘মন খারাপ’ প্রসঙ্গে TV9 বাংলাকে প্রিয়াঙ্কা আগেই বলেছিলেন, “এতটা গুরুত্বপূর্ণ চরিত্র আগে কখনও করিনি। পাভেলদা দারুণ সুযোগ দিয়েছে আমাকে, বিশ্বাস করে। তুমি পারবে এটা করতে, এটা বলেছিল।”

5 / 7
প্রিয়াঙ্কা শেয়ার করেছিলেন, “সবার জীবনেই দুঃখ রয়েছে। সেলিব্রেশন অব ডিপ্রেশন। ডিপ্রেশনও কী ভাবে ওভারকাম করে সেলিব্রেট করা যায়, কী ভাবে সেটা আমরা করব। সকলের জীবনের মন খারাপ একসঙ্গে কী ভাবে ওভারকাম করব, সেটা নিয়ে গল্প।”

প্রিয়াঙ্কা শেয়ার করেছিলেন, “সবার জীবনেই দুঃখ রয়েছে। সেলিব্রেশন অব ডিপ্রেশন। ডিপ্রেশনও কী ভাবে ওভারকাম করে সেলিব্রেট করা যায়, কী ভাবে সেটা আমরা করব। সকলের জীবনের মন খারাপ একসঙ্গে কী ভাবে ওভারকাম করব, সেটা নিয়ে গল্প।”

6 / 7
প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, এমন ভাবে গল্প লেখা হয়েছে তাতে ছবিটা দেখে দর্শক নাকি কাঁদবেন, হাসবেন আবার আনন্দও পাবেন।

প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, এমন ভাবে গল্প লেখা হয়েছে তাতে ছবিটা দেখে দর্শক নাকি কাঁদবেন, হাসবেন আবার আনন্দও পাবেন।

7 / 7
প্রিয়াঙ্কা ছাড়াও এই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, ঋদ্ধি সেনের মতো শিল্পীরা।

প্রিয়াঙ্কা ছাড়াও এই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, ঋদ্ধি সেনের মতো শিল্পীরা।