Disha Patani Photoshoot: ফের ভাইরাল দিশা পাটানির নতুন ছবি, দেখে নিন তাঁর সেই ছবিগুলি একনজরে…
TV9 Bangla Digital | Edited By: শোভন রায়
Dec 12, 2021 | 3:31 PM
আবারও সোশ্যাল মিডিয়ায় দিশা পাটানির ছবি ভক্তদের মুগ্ধ করেছে। আকর্ষণীয় ছবি প্রকাশের কারণে দিশার একটি বিশাল ফ্যান-ফলোয়ার গোষ্ঠী তৈরি হয়েছে। দেখুন তাঁর আকর্ষণীয় কিছু ছবি।
1 / 5
দিশার এবারের ছবিগুলো তার প্রেমিক টাইগার শ্রফের বোন কৃষ্ণা শ্রফের ভীষণ ভালো লেগেছে। তিনি ছবির বেশ প্রশংসা করেছেন। দিশা এবং কৃষ্ণা খুব ভালো বন্ধু এবং তারা প্রায়ই একসঙ্গে সময় কাটান।
2 / 5
দিশার ডান হাতে একটি সাদা মুক্তার ব্রেসলেট। ব্রেসলেট পরতে তিনি ভীষণ পছন্দ করেন।
3 / 5
দিশা পাটানি তার ছবি প্রকাশের পরেই কৃষ্ণা শ্রফ দুটি ইমোজি দিয়ে সেই পোস্টে মন্তব্য করেছেন। দিশার সঙ্গে কৃষ্ণার গভীর বন্ধুত্ব রয়েছে। তারা প্রায়ই একে অপরের ছবিতে কমেন্ট করেন।
4 / 5
দিশা পাটানির সমুদ্রসৈকত খুব পছন্দ। সম্প্রতি মালদ্বীপে তিনি একটি সিপ্লেন থেকে নেমে ছবি তোলেন। সেখানে তিনি একটি গোলাপি ক্রপ টপ এবং নীল ডেনিম পরেছেন।
5 / 5
দিশা পাটানিকে সবশেষ দেখা গিয়েছিল প্রভুদেবা পরিচালিত রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই সিনেমায়। ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন সালমান খান। দিশার হাতে রয়েছে একতা কাপুরের কেটিনা ছবি। অভিনেত্রী মোহিত সুরির এক ভিলেন-২ ছবিতেও দেখা যাবে তাকে।