Highest Paid Contestants: বিগ বস ১৬ শুরু আগে দেখা যাক সলমন খানের শোয়ের দামী সদস্যদের নাম

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

Sep 22, 2022 | 8:44 AM

Highest Paid Contestants: দিব্যাঙ্কা-করণ টেলিভিশনের দামী জুটি। শোনা যাচ্ছে তাঁরা বিগ বস ১৬-র বাড়ি সদস্য হতে পারেন। তাহলে এবার কি এরাই হবেন সবচেয়ে দামী প্রতিযোগী? শোনা যাচ্ছে নুসরত জাহানের নামও। কে হবেন এবারের দামী প্রতিযোগী তা সময় বলবে।

1 / 5
দিব্যাঙ্কা-করণ টেলিভিশনের দামী জুটি। শোনা যাচ্ছে তাঁরা বিগ বস ১৬-র বাড়ি সদস্য হতে পারেন। তাহলে এবার কি এঁরাই হবেন সবচেয়ে দামী প্রতিযোগী? এর আগে বিগ বসের বাড়ির দামী সদস্য কারা ছিলেন দেখা যাক।

দিব্যাঙ্কা-করণ টেলিভিশনের দামী জুটি। শোনা যাচ্ছে তাঁরা বিগ বস ১৬-র বাড়ি সদস্য হতে পারেন। তাহলে এবার কি এঁরাই হবেন সবচেয়ে দামী প্রতিযোগী? এর আগে বিগ বসের বাড়ির দামী সদস্য কারা ছিলেন দেখা যাক।

2 / 5
প্রয়াত সিদ্ধার্থ শুক্লা বিগ বস ১৩-র সবচেয়ে দামী প্রতিযোগী ছিলেন। তিনি সেইবারে বিজয়ীও ছিলেন। প্রতি পর্বের জন্য তিনি ৬০ লাখ টাকা নিতেন। তিনি ছিলেন টেলিভিশনের হার্টথ্রব অভিনেতা।

প্রয়াত সিদ্ধার্থ শুক্লা বিগ বস ১৩-র সবচেয়ে দামী প্রতিযোগী ছিলেন। তিনি সেইবারে বিজয়ীও ছিলেন। প্রতি পর্বের জন্য তিনি ৬০ লাখ টাকা নিতেন। তিনি ছিলেন টেলিভিশনের হার্টথ্রব অভিনেতা।

3 / 5
তেজস্বনী প্রকাশ বিগ বস ১৫-এর বিজয়ী। তিনি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হলেও পারিশ্রমিকের দিক থেকে তেমন টাকা পেতেন না। কিন্তু বিগ বসের বাড়িতে যাওয়ার আগে দর কষাকষিটা ভালই করেছিলেন। প্রতি পর্বের জন্য তিনি নিতেন ৪০ লাখ টাকা।

তেজস্বনী প্রকাশ বিগ বস ১৫-এর বিজয়ী। তিনি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হলেও পারিশ্রমিকের দিক থেকে তেমন টাকা পেতেন না। কিন্তু বিগ বসের বাড়িতে যাওয়ার আগে দর কষাকষিটা ভালই করেছিলেন। প্রতি পর্বের জন্য তিনি নিতেন ৪০ লাখ টাকা।

4 / 5
করণ কুন্দ্রাও টেলিভিশনের জনপ্রিয় এবং হার্টথ্রব অভিনেতা। অনেক বছর ধরে তিনি অভিনয় করছেন। তিনিও বিগ বস ১৫-র প্রতিযোগী ছিলেন। শোনা যায় ৪০-৪৫ লাখ টাকা প্রতি পর্বের জন্য তিনি পারিশ্রমিক ঠিক করেছিলেন। এই শো থেকেই তেজস্বীর সঙ্গে আলাপস প্রেম।

করণ কুন্দ্রাও টেলিভিশনের জনপ্রিয় এবং হার্টথ্রব অভিনেতা। অনেক বছর ধরে তিনি অভিনয় করছেন। তিনিও বিগ বস ১৫-র প্রতিযোগী ছিলেন। শোনা যায় ৪০-৪৫ লাখ টাকা প্রতি পর্বের জন্য তিনি পারিশ্রমিক ঠিক করেছিলেন। এই শো থেকেই তেজস্বীর সঙ্গে আলাপস প্রেম।

5 / 5
এখনও পর্যন্ত বিগ বসের বাড়ির সবচেয়ে দামী প্রতিযোগী ছিলেন রিমি সেন। সিজিন ৯-এর প্রতিযোগী তিনি। শোনা যায় ২১ কোটি টাকা তিনি নেন পুরো শো বাবদ। তবে তিনি শেষ পর্যন্ত শো জিততে পারেননি। প্রিন্স নিরুলা জিতেছিলেন শো।

এখনও পর্যন্ত বিগ বসের বাড়ির সবচেয়ে দামী প্রতিযোগী ছিলেন রিমি সেন। সিজিন ৯-এর প্রতিযোগী তিনি। শোনা যায় ২১ কোটি টাকা তিনি নেন পুরো শো বাবদ। তবে তিনি শেষ পর্যন্ত শো জিততে পারেননি। প্রিন্স নিরুলা জিতেছিলেন শো।

Next Photo Gallery