বাস্তুশাস্ত্র হল একটি হিন্দু ঐতিহ্য। বাড়িতে যা কিছু বস্তু থাকে, তা সবই প্রাকৃতিক শক্তির সঙ্গে সামঞ্জস্য রয়েছে। বিশ্বাস করা হয়, যা কিছু আপনার বাড়িতে থাকে, তা জীবনে সুখ ও সমৃদ্ধির সম্ভার বয়ে আনে। কঠোর পরিশ্রমের পরেও অনেকের ভাগ্যে সম্পদ ও স্বাচ্ছন্দ্য ও সুখ লেখা থাকে না। তার পিছনে রয়েছে বাস্তুদোষের কারণ হতে পারে।
বাস্তুদোষ দূর করে বাড়ির আর্থিক অবস্থার উন্নতি করা যায়। এর জেরে ঘরে পজিটিভ এনার্জি প্রবেশ করে। নেতিবাচক শক্তি নষ্ট হয়ে শান্তি বিরাজ করে সেখানে। বাস্তুশাস্ত্র অনুসারে বেশ কিছু জিনিস রয়েছে যা দুশ্চিন্তা কেটে যেতে পারে, পাশাপাশি বাড়িতে পজিটিভ শক্তিরও প্রবেশ ঘটে।
বাড়িতে থাকা বেশ কিছু জিনিস রয়েছে, যেগুলি নেগেটিভ শক্তি সৃষ্টি করে। দুর্গাপুজোয় যদি ঘর ঘোছাতে না পারেন, তাহলে এই দিওয়ালির আগেই ঘরে কোন কোন জিনিস বা বস্তু রাখবেন, বাইরে ফেলে দেবেন, তা জেনে নিন এখানে....
অর্থকষ্ট থেকে বাঁচতে ঘরের রাখা ভাঙা চশমা, আয়না, দেব-দেবীর মূর্তি রাখবেন না। তাতে অশান্তির ঝড় বয়ে যাবে অবিরাম।
শূকর, সাপ, গাধা, ঈগল, পেঁচা, বাদুড়, শকুন, পায়রা ও কাকের মতো প্রাণী ও পাখির ছবি, চিত্রকর্ম ও ভাস্কর্য রাখা এড়িয়ে চলুন। বাস্তু অনুসারে, বিশেষ করে দম্পতির শয়নকক্ষে পাখি বা প্রাণীর ছবি বা মূর্তি রাখা উচিত নয়।
ফুল বা ফলবিহীন গাছের ছবি, ডুবন্ত জাহাজ বা নৌকা, তলোয়ার লড়াইয়ের ছবি, শিকারের ছবি, ইন্দ্রজালের ছবি , বন্দি হাতি ও অবসাদ বা কাঁদতে থাকা মানুষের ছবি বাড়িতে রাখা একেবারেই উচিত নয়।
ডুবন্ত জাহাজ বা নৌকার ছবিও বাড়িতে রাখা উচিত নয়। একটি ডুবন্ত জাহাজ বা একটি নৌকা পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্কের মধ্যে ঐক্যতা ও ভালবাসায় বাধা তৈরি করতে পারে। এমন জিনিস থাকলে অবিলম্বে দূরে সরিয়ে রাখুন।
তাজমহলের শোপিস অনেকেই বাড়িতে সাজিয়ে রাখতে পছন্দ করেন। কিন্তু জানেন কি, তাজমহলের শোপিসের ছবিও রাখা উচিত নয়। কারণ তাজমহল হল সমাধি ও মৃত্যু - নিষ্ক্রিয়তার প্রতীক। ভালবাসার প্রতীক হিসেবে চিহ্নিত হলেও বাস্তবে এই অষ্টম আশ্চর্য হল শাহজাহানের স্ত্রী মমতাজ বেগমের কবরস্থান।
কখনওই বাড়িতে ক্যাকটাস বা অন্য কোন কাঁটাযুক্ত গাছ রাখবেন না বা লাগাবেন না। গোলাপ ছাড়া অন্য সব কাঁটাযুক্ত গাছগুলি সরিয়ে ফেলুন আজই।
রামায়ণ ও মহাভারতের কাহিনি অবলম্বনে তৈরি যুদ্ধের দৃশ্য বা ছবি বাড়িতে রাখা উচিত নয়। এমন ছবি বাড়ি ও পরিবারের সদস্যদের মধ্যে দ্বন্দ্ব বা বিবাদ তৈরি হয়। মহাভারতের কোনও দৃশ্য বা ছবি ঘরে রাখা উচিত নয়। কারণ মহাভারত হল পরিবারের সদস্যদের মধ্যে চিরন্তন শত্রুতার প্রতীক।
ভয়ঙ্কর রাক্ষস ও দানব বা অসুরের ছবি, বাঘ, নেকড়ে, ভাল্লুক, সিংহ, কাঁঠাল ও বন্য শূকর ইত্যাদি বন্য প্রাণীর কাঠের বা ধাতব মূর্তি ঘরে রাখবেন না। তাতে আর্থিক ক্ষতি যেমন হতে পারে, তেমনি
নটরাজের ছবি বা মূর্তি বাড়িতে রাখলে তা বাস্তু অনুযায়ী অশুভ। প্রায় প্রতিটি শাস্ত্রীয় নৃত্যশিল্পীর বাড়িতে পাওয়া যায় নটরাজের ছবি বা মূর্তি। তবে সব মুদ্রার সর্বদা দুটি দিক থাকে। নটরাজ এই মহান শিল্পকলার প্রতীক কিন্তু ধ্বংসেরও প্রতীক। তান্ডব নৃত্য যার অর্থ ধ্বংসের জন্য নৃত্যরত মহাদেব। তাই নটরাজের ছবি বা শোপিস কখনও বাড়িতে রাখা উচিত নয়।