
১/৪ পেঁপে, ১/৪ শসা এবং অর্ধেক কলা নিন। এই উপাদানগুলোকে একসঙ্গে মিক্সি ব্লেন্ডারে দিয়ে একটি মসৃণ পেস্ট বানিয়ে নিন। এবার এই মিশ্রণটিকে মুখে, গলা লাগান এবং ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে নিন। এই ফেসপ্যাক তৈলাক্ত ত্বকের জন্য উপকারী।

ব্রণর সমস্যাতেও ব্যবহার করতে পারেন কলার ফেসপ্যাক। একটা পাকা কলার মসৃণ পেস্ট বানিয়ে নিন। তাতে ১ চামচ নিম পাতা বাটা ও এক চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি মুখে লাগিয়ে নিন এবং শুকনো হওয়া অবধি অপেক্ষা করুন। তারপর ঈষদুষ্ণ জল দিয়ে ধুয়ে নিন।

শুষ্ক ত্বকের জন্যও কলার পেস্টের সঙ্গে ১ চামচ মধু মিশিয়ে নিন। কলার এই মিশ্রণটি ত্বকের উপর লাগান এবং ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন। এই ফেসপ্যাকের মধ্যে ভিটামিন ই রয়েছে যা ত্বককে ফ্রি র্যাডিকেলের হাত থেকে রক্ষা করবে।

চোখের নীচে কালশিটে দাগ? ব্রণর দাগ কোনওভাবেই দূর হচ্ছে না? পাকা কলার সঙ্গে ১ চামচ বেসন এবং ১ চা চামচ লেবুর রস মিশিয়ে নিন ডার্ক স্পটের উপর প্রয়োগ করুন। এই ফেসপ্যাক আপনার মুখের দাগছোপ দূর করে দেবে কয়েকদিনের মধ্যে।

পাকা কলার সঙ্গে ১/২ চামচ মধু ও ২ চামচ কাঁচা দুধ মিশিয়েও মুখে মাখতে পারেন। প্রয়োজনে এতে সামান্য গোলাপ জল মিশিয়ে নিন। ১৫ মিনিট রাখার পর জল দিয়ে ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক নিয়মিত ব্যবহার করলে ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা পাওয়া যায়।

চোখের কোণে বলিরেখা দেখা দিয়েছে? এখানেও আপনাকে সাহায্য করবে কলার তৈরি ফেসপ্যাক। পাকা কলার সঙ্গে অর্ধেক পাকা অ্যাভোকাডো ম্যাশ করে নিন। এবার এই মিশ্রণে ১ চামচ টক দই ও ১ চামচ মধু মিশিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট রাখার পর সাধারণ জল দিয়ে ধুয়ে ফেলুন।