মুলতানি মাটির সঙ্গে লেবুর রস বা লেমন এসেন্সিয়াল অয়েল মিশিয়ে ত্বকের ওপর প্রয়োগ করতে পারেন।
ডিমের সাদা অংশের সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে তৈরি করে নিন ফেস প্যাক। এই ফেস প্যাক দূর করবে আপনার ত্বকের ব্ল্যাকহেডসের সমস্যা।
আমন্ড ও দুধের সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে তৈরি করুন আমন্ডের ফেস প্যাক। এই ফেস প্যাক আপনার ত্বকের কোমলতাকে বজায় রাখবে।
ত্বকের শীতলতা বজায় রাখতে ব্যবহার করতে পারেন মুলতানি মাটি ও পুদিনার ফেস প্যাক। এর জন্য পুদিনা পাতা বেটে নিয়ে মুলতানি মাটির সঙ্গে মিশিয়ে ত্বকের ওপর প্রয়োগ করুন।
ত্বকের ট্যানের সমস্যা দূর করতে মুলতানি মাটির সঙ্গে টমেটো বাটা আর দই মিশিয়ে নিন। এই সংমিশ্রণটি আপনার রঙকেও উজ্জ্বল করবে।
চন্দন ও মুলতানি মাটির ফেস প্যাক আপনার ত্বকের যাবতীয় সমস্যা দূর করতে সহায়ক।
ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব নিয়ন্ত্রণ করতে ব্যবহার করুন মুলতানি মাটি ও গোলাপ জলের ফেস প্যাক।