Acne Treatment: ব্রণর সমস্যার সমাধান করুন লবঙ্গর তেল দিয়ে!
TV9 Bangla Digital | Edited By: megha
Sep 28, 2021 | 5:01 PM
লবঙ্গের তেলের মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি সেপটিক এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান রয়েছে, যা ত্বকের ব্রণর সমস্যাকে দূর করতে সহায়ক। কিন্তু কীভাবে ব্যবহার করবেন এই লবঙ্গের তেল? দেখে নিন এক নজরে...
1 / 6
আপনার প্রতিদিনের ক্রিম বা লোশনের সঙ্গে ২-৩ ফোঁটা লবঙ্গ তেল মিশিয়ে ত্বকের ওপর প্রয়োগ করুন।
2 / 6
নারকেলের তেলের সঙ্গে কয়েক ফোঁটা লবঙ্গর তেল মিশিয়ে ত্বকের ওপর প্রয়োগ করুন। ২০ থেকে ৩০ মিনিট লাগিয়ে রাখুন এবং জল দিয়ে ধুয়ে ফেলুন।
3 / 6
আপনি আপনার ফেস প্যাকের সঙ্গে কয়েক ফোঁটা লবঙ্গর তেল মিশিয়ে ত্বকের ওপর প্রয়োগ করেন তাহলেও ব্রণর সমস্যা থেকে রেহাই পেতে পারেন।
4 / 6
ভিটামিন ই কেটে সেই তেলের সঙ্গে দু ফোঁটা লবঙ্গর তেল মিশিয়ে ত্বকের ওপর প্রয়োগ করুন। এতে ত্বকের কোমলতাও বজায় থাকবে।
5 / 6
আপনি ১০ থেকে ১২ ফোঁটা নারকেল তেলের সঙ্গে ৩ থেকে ৪ ফোঁটা লবঙ্গর তেল মিশিয়ে ব্রণর ওপর প্রয়োগ করুন। আপনি সারা রাত রেখে দিতে পারেন আবার কিছুক্ষণ পর জল দিয়ে ধুয়ে ফেলতে পারেন।
6 / 6
অলিভ অয়েল, জোজোবা অয়েল ইত্যাদির সঙ্গে লবঙ্গর তেল মিশিয়েও ত্বকের প্রয়োগ করতে পারেন।