আপনার প্রতিদিনের ক্রিম বা লোশনের সঙ্গে ২-৩ ফোঁটা লবঙ্গ তেল মিশিয়ে ত্বকের ওপর প্রয়োগ করুন।
নারকেলের তেলের সঙ্গে কয়েক ফোঁটা লবঙ্গর তেল মিশিয়ে ত্বকের ওপর প্রয়োগ করুন। ২০ থেকে ৩০ মিনিট লাগিয়ে রাখুন এবং জল দিয়ে ধুয়ে ফেলুন।
আপনি আপনার ফেস প্যাকের সঙ্গে কয়েক ফোঁটা লবঙ্গর তেল মিশিয়ে ত্বকের ওপর প্রয়োগ করেন তাহলেও ব্রণর সমস্যা থেকে রেহাই পেতে পারেন।
ভিটামিন ই কেটে সেই তেলের সঙ্গে দু ফোঁটা লবঙ্গর তেল মিশিয়ে ত্বকের ওপর প্রয়োগ করুন। এতে ত্বকের কোমলতাও বজায় থাকবে।
আপনি ১০ থেকে ১২ ফোঁটা নারকেল তেলের সঙ্গে ৩ থেকে ৪ ফোঁটা লবঙ্গর তেল মিশিয়ে ব্রণর ওপর প্রয়োগ করুন। আপনি সারা রাত রেখে দিতে পারেন আবার কিছুক্ষণ পর জল দিয়ে ধুয়ে ফেলতে পারেন।
অলিভ অয়েল, জোজোবা অয়েল ইত্যাদির সঙ্গে লবঙ্গর তেল মিশিয়েও ত্বকের প্রয়োগ করতে পারেন।