TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Aug 21, 2022 | 1:19 AM
হিন্দু ধর্মে শনিদেবকে ন্যায়ের দেবতা হিসেবে বিবেচনা করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে শনিদেব ব্যক্তির কর্ম অনুসারে শাস্তি বা ফল দেন। যে ব্যক্তির শনিদেবের অশুভ দৃষ্টি থাকে, সেই ব্যক্তিকে নানা সমস্যায় পড়তে হয়।
আর্থিক, শারীরিক, মানসিকের পাশাপাশি পারিবারিক সমস্যারও সম্মুখীন হতে হয়। অন্যদিকে শনিদেবের আশীর্বাদপ্রাপ্ত মানুষরা রাজ্যের সুখ ভোগ করেন। শনিদেবের পূজা করলে তিনি শীঘ্রই প্রসন্ন হন।
শাস্ত্র অনুসারে, শনিবার শনি দেবতাকে উৎসর্গ করা হয়। এই দিনে, যথাযথভাবে উপাসনার পাশাপাশি কিছু জিনিস খাওয়া নিষিদ্ধ। আসুন জেনে নেওয়া যাক শনিবার কোন কোন জিনিস খাওয়া নিষিদ্ধ।
লাল মরিচ- শাস্ত্র অনুসারে শনিদেবের স্বভাব ক্রুদ্ধ। তাই সে এমন জিনিস বেশি পছন্দ করে, যা শীতলতা নিয়ে আসে। এমন পরিস্থিতিতে লাল মরিচ খাওয়া তাকে আরও রেগে যেতে পারে। তাই শনিবারে লাল মরিচ খাওয়া এড়িয়ে চলা উচিত।
কালো জিরে: কালো জিরে শনিদেবের খুব প্রিয়। অতএব, শনিবার এটি খাওয়া বা কিনবেন না। আপনি যদি এটি করেন তবে আপনি শনিদেবের ক্রোধের অংশ হয়ে উঠবেন।
মসুর ডাল- জ্যোতিষশাস্ত্র অনুসারে, মসুর ডাল মঙ্গল গ্রহের সাথে সম্পর্কিত। মঙ্গল ও শনি উভয়েরই রাগী স্বভাব। তাই শনিবারে মসুর ডাল না খেয়ে দান করুন।
দুধ- জ্যোতিষশাস্ত্র অনুসারে, দুধ শুক্রের সঙ্গে সম্পর্কিত এবং এটিকে ভোগ, প্রেম এবং সম্পদের কারক হিসাবে বিবেচনা করা হয়। অন্যদিকে, শনিদেবকে সত্য এবং আধ্যাত্মিকতা বৃদ্ধিকারী গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। এমন পরিস্থিতিতে দুধ খাওয়া শনিদেবকে ক্রুদ্ধ করতে পারে।
শনিবারেও মাংস-মদ খাওয়া উচিত নয়। বিশেষ করে সেই সমস্ত লোকদের একেবারেই করা উচিত নয়, যাদের রাশিতে শনি দোষ, শনি সাদে সতী এবং ধৈয়া চলছে। তাই শনিবারে মাংস, মাদক বা অ্যালকোহল খাওয়া এড়িয়ে চলা উচিত।