Liver Cancer Warning Signs: এই কয়েকটি লক্ষণ দেখলেই সতর্ক হন, হতে পারে লিভার ক্যানসার
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Jan 04, 2023 | 1:40 PM
Symptoms of Cancer: সারাক্ষন ক্লান্তি বোধ, দুর্বলতা কিংবা কোনও কাজে উদ্যোগ না পাওয়া কিন্তু সাধারণ লক্ষণ নয়। হতেই পারে আপনার শরীরে ক্যানসার বাসা বাঁধছে।
1 / 7
অনিয়মিত জীবনযাপন ও অস্বাস্থ্যকর খাওয়াদাওয়া এখন প্রায় জীবনের অঙ্গ হয়ে উঠছে। সম্প্রতি যে কয়েকটি ক্যানসারের দাপট গোটা বিশ্বে মাথা চাড়া দিচ্ছে তাঁর মধ্যে অন্যতম হল লিভারের ক্যানসার। বিশেষজ্ঞদের মতে, অস্বাস্থ্যকর ও অনিয়মিত জীবনযাপনই এই রোগের অন্যতম কারণ। এছাড়াও, হেপাটাইটিস বি এবং সি ভাইরাসে আক্রান্ত হলে বা অতিরিক্ত ওজন বাড়লে এই ক্যানসারের আশঙ্কা অনেকটা বেড়ে যায়। কী করে বুঝবেন আপনি লিভারের ক্যানসারে আক্রান্ত?
2 / 7
অস্বাভাবিক পেটে ব্যথা ও পেট ফোলা: মাঝেমধ্যেই কোনও কারণ ছাড়াই অসহ্য পেট ব্যথা অনুভব হয়। মূলত পেটের উপরের ডানদিকে এই ব্যথা হয়। এই ধরণের ব্যথাকে সাধারণ সমস্যা ভেবে এড়িয়ে চললেই বিপদ। কারণ এটি লিভারের ক্যানসারের অন্যতম লক্ষণ।
3 / 7
ওজন হ্রাস ও ক্ষুধা হ্রাস: অনেক সময়ই কারণ ছাড়া মানুষের খিদে কমে যায় এবং সেই সঙ্গেই ওজন কমে যায়। শরীরে ক্যানসার কোষের সংখ্যা বাড়তে থাকলে মূলত খিদে কমে যায়। এই ধরণের লক্ষণকে একেবারেই এড়িয়ে চলা উচিত নয়। এই উপসর্গগুলি দেখলেই বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন।
4 / 7
চোখ হলুদ হয়ে যাওয়া: চোখের মণি হলুদ হয়ে যাওয়া বা মূত্রের রঙ হলদে হতে থাকার মতো জন্ডিসের কিছু লক্ষণও কিন্তু লিভােরের ক্যানসারের অন্যতম উপসর্গ।
5 / 7
দুর্বলতা ও ক্লান্তি: সারাক্ষণ ক্লান্তি বোধ, দুর্বলতা কিংবা কোনও কাজে উদ্যোগ না পাওয়া কিন্তু সাধারণ লক্ষণ নয়। হতেই পারে আপনার শরীরে ক্যানসার বাসা বাঁধছে। কারণ এটি লিভারের ক্যানসারের অন্যতম লক্ষণ।
6 / 7
ত্বকের রঙ পরিবর্তন: লিভারের ক্যানসারে আক্রান্ত হলে অনেকসময়ই ত্বকে পরিবর্তন আসে। ত্বক হলুদ হয়ে যায়। এক্ষেত্রে দেরি না করে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত।
7 / 7
পেটের সমস্যা: এছাড়াও ঘন ঘন পেটের সমস্যা, সাদা পায়খানা হওয়া কিন্তু মোটেই ভাল লক্ষণ নয়। কারণ এটি লিভারের ক্যানসারের আগাম বার্তা।