Liver Health: লাগাম ছাড়া মদ্যপান করেন? এই ৫ লক্ষণ দেখলে সচেতন হয়ে যান এখনই
TV9 Bangla Digital | Edited By: megha
Aug 01, 2022 | 12:57 PM
লিভার আমাদের শরীরের সমস্ত ক্ষতিকারক পাদারথ শরীর থেকে ছেঁকে বের করে দেয়। আর এই কারণেই লিভারকে সুস্থ রাখা জরুরি। কিন্তু অনেক সময় মদ্যপান লিভারের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
1 / 6
লিভার আমাদের শরীরের সমস্ত ক্ষতিকারক পাদারথ শরীর থেকে ছেঁকে বের করে দেয়। আর এই কারণেই লিভারকে সুস্থ রাখা জরুরি। কিন্তু অনেক সময় মদ্যপান লিভারের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। অতিরিক্ত মদ্যপানের কারণে অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, হেপাটাইটিস এবং সিরোসিসের মতো রোগ দেখা দেয়।
2 / 6
আপনার লিভার যদি কোনও কারণে ক্ষতিগ্রস্ত হয় তার কিছু লক্ষণ প্রকাশ পায়। আপনি যদি অতিরিক্ত পরিমাণে মদ্যপান করেন তাহলে লিভার ক্ষতিগ্রস্ত হবেই। হঠাৎ করে খিদে কমে গেলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। এটি লিভার ক্ষতির সংকেত।
3 / 6
মদ্যপানের কারণে খিদে কমে যায়। পাশাপাশি যদি আকস্মিকভাবে ওজন কমতে শুরু করে তাহলে সচেতন হন। হঠাৎ করে ওজন বেড়ে যাওয়া যেমন শরীরের জন্য খারাপ। তেমনই হঠাৎ করে যদি ওজন কমতে শুরু করলেও চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।
4 / 6
অ্যালকোহল হেপাটাইটিসের মতো লিভারের গুরুতর দেখা দিলে বমি বমি ভাব এবং বমি হওয়ার মতো উপসর্গ দেখা দেয়। পাশাপাশি পেটে প্রদাহ হয়। অনেক সময় মলের সঙ্গে রক্তপাতও দেখা দেয়। এই ধরনের উপসর্গ অবহেলা করবেন না।
5 / 6
ক্লান্তি এখানে অন্যতম উপসর্গ। যদিও শরীরে ক্লান্তি দেখা দেওয়ার পিছনে অন্য কারণও থাকতে পারে। কিন্তু দীর্ঘ সময় ধরে আপনার যদি এই উপসর্গ না কমে তাহলে হতে পারে এটি লিভারের সমস্যার জন্য হচ্ছে। এর জন্য দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।
6 / 6
অতিরিক্ত পরিমাণে মদ্যপান করলে লিভারে প্রদাহ হওয়াটা স্বাভাবিক। এতে লিভার ফুলে ওঠে। লিভার সিরোসিস, অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজে আক্রান্ত হলে জন্ডিসও দেখা দেয়।