Vastushastra: দিন দিন বাড়ছে ঋণের বোঝা! রোজকার কাজে এই চরম ভুলগুলি করছেন না তো?

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

May 22, 2023 | 2:01 PM

Vastu Rules: কখনও কখনও বাস্তুর একটি সাধারণ ভুল আপনার জীবনে অনেক বড় ক্ষতি করে দিতে পারে। তাই বাস্তুর এই ছোট ছোট বিষয়গুলি সবসময় মাথায় রাখা উচিত।

1 / 9
ভাল ও খারাপ নিয়েই জীবন। তবে মন্দ যা কিছুই তা জীবনেরই একটি অংশ। সংকটের সময়ে একটার পর একটা খারাপ সময় যেন আসতেই থাকে। কিন্তু সেই সমস্যা থেকে কীভাবে সমাধান হবে, তার কূলকিনারা খুঁজে পেতে মানুষের অবস্থা আরও খারাপ হয়ে পড়ে।

ভাল ও খারাপ নিয়েই জীবন। তবে মন্দ যা কিছুই তা জীবনেরই একটি অংশ। সংকটের সময়ে একটার পর একটা খারাপ সময় যেন আসতেই থাকে। কিন্তু সেই সমস্যা থেকে কীভাবে সমাধান হবে, তার কূলকিনারা খুঁজে পেতে মানুষের অবস্থা আরও খারাপ হয়ে পড়ে।

2 / 9
দীর্ঘমেয়াদী কোনও সমাধান না পেলে মানুষ নিজের ভাগ্যকেই দোষারোপ করতে থাকেন। ঋণের বোঝা আরও একটি সংকট। কিন্তু অনেকেই হয়তো বিশ্বাস করেন না, তবে বাস্তুতন্ত্র এই সংকটের অন্যতম কারণ হতে পারে।

দীর্ঘমেয়াদী কোনও সমাধান না পেলে মানুষ নিজের ভাগ্যকেই দোষারোপ করতে থাকেন। ঋণের বোঝা আরও একটি সংকট। কিন্তু অনেকেই হয়তো বিশ্বাস করেন না, তবে বাস্তুতন্ত্র এই সংকটের অন্যতম কারণ হতে পারে।

3 / 9
বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির ভুল বাস্তু পরিবারের সদস্যদের জীবনে অনেক সমস্যা বাড়িয়ে তোলে। পারিবারিক কলহ, ছোটখাটো যে কোনও সমস্যায় বা ঋণের বোঝা বেড়ে যাওয়া বাস্তু ত্রুটির কারণে হতে পারে।

বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির ভুল বাস্তু পরিবারের সদস্যদের জীবনে অনেক সমস্যা বাড়িয়ে তোলে। পারিবারিক কলহ, ছোটখাটো যে কোনও সমস্যায় বা ঋণের বোঝা বেড়ে যাওয়া বাস্তু ত্রুটির কারণে হতে পারে।

4 / 9
কখনও কখনও বাস্তুর একটি সাধারণ ভুল আপনার জীবনে অনেক বড় ক্ষতি করে দিতে পারে। তাই বাস্তুর এই ছোট ছোট বিষয়গুলি সবসময় মাথায় রাখা উচিত। বাস্তুর এই ছোট ছোট বিষয়গুলি কী কী, তা জেনে নিন এখানে...

কখনও কখনও বাস্তুর একটি সাধারণ ভুল আপনার জীবনে অনেক বড় ক্ষতি করে দিতে পারে। তাই বাস্তুর এই ছোট ছোট বিষয়গুলি সবসময় মাথায় রাখা উচিত। বাস্তুর এই ছোট ছোট বিষয়গুলি কী কী, তা জেনে নিন এখানে...

5 / 9
অনেকেরই হাত-পা না ধুয়ে বা বিছানায় বসে খাবার খাওয়ার অভ্যাস থাকে। এই কাজ বাস্তুশাস্ত্রে নিষিদ্ধ। এই ভুল ধনী মানুষকে কাঙাল করে তুলতে পারে। তাই অর্থসংকট এড়াতে সবসময় মাথায় রাখবেন, বিছানায় বসে কখনওই খাবার খাওয়া উচিত নয়। খাওয়ার আগে অবশ্যই হাত-পা ধুয়ে ফেলবেন।

অনেকেরই হাত-পা না ধুয়ে বা বিছানায় বসে খাবার খাওয়ার অভ্যাস থাকে। এই কাজ বাস্তুশাস্ত্রে নিষিদ্ধ। এই ভুল ধনী মানুষকে কাঙাল করে তুলতে পারে। তাই অর্থসংকট এড়াতে সবসময় মাথায় রাখবেন, বিছানায় বসে কখনওই খাবার খাওয়া উচিত নয়। খাওয়ার আগে অবশ্যই হাত-পা ধুয়ে ফেলবেন।

6 / 9
বাস্তুশাস্ত্র অনুসারে, ডাস্টবিন কখনওই বাড়ির বাইরে বা প্রবেশদ্বারে রাখা উচিত নয়। এর জেরে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন। বাস্তু দোষের প্রকোপ বাড়ে। তাই বাড়ির মূলদরজা সবসময় পরিষ্কার রাখা উচিত। প্রতিদিন সন্ধ্যায় ঘি দিয়ে প্রদীপ জ্বালানো উচিত। ডাস্টবিন সর্বদা দক্ষিণ-পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকে শুভ বলে মনে করা হয়।

বাস্তুশাস্ত্র অনুসারে, ডাস্টবিন কখনওই বাড়ির বাইরে বা প্রবেশদ্বারে রাখা উচিত নয়। এর জেরে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন। বাস্তু দোষের প্রকোপ বাড়ে। তাই বাড়ির মূলদরজা সবসময় পরিষ্কার রাখা উচিত। প্রতিদিন সন্ধ্যায় ঘি দিয়ে প্রদীপ জ্বালানো উচিত। ডাস্টবিন সর্বদা দক্ষিণ-পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকে শুভ বলে মনে করা হয়।

7 / 9
রাতে রান্নাঘরে এঁটো বাসন রাখা উচিত নয়। কোনও কারণে রাতে এঁটো বাসন ধুতে না পারলে রান্নাঘরে রাখবেন না। বাইরে রেখে দিন। রাতে ঘুমানোর আগে সবসময় রান্নাঘর পরিষ্কার করুন। জীবনে আর্থিক  সমস্যা দেখা দিতে পারে। ও পরিবারে কোনও না কোনও সমস্যা তৈরি হতেই থাকে।

রাতে রান্নাঘরে এঁটো বাসন রাখা উচিত নয়। কোনও কারণে রাতে এঁটো বাসন ধুতে না পারলে রান্নাঘরে রাখবেন না। বাইরে রেখে দিন। রাতে ঘুমানোর আগে সবসময় রান্নাঘর পরিষ্কার করুন। জীবনে আর্থিক সমস্যা দেখা দিতে পারে। ও পরিবারে কোনও না কোনও সমস্যা তৈরি হতেই থাকে।

8 / 9
বাস্তুশাস্ত্র অনুসারে, সন্ধ্যের সময় দুধ, দই বা লবণ কাউকে দান করা উচিত নয়। আর্থিক সংকটময়ের জন্য খুবই ক্ষতিকর বলে মনে করা হয়। এর পাশাপাশি কুণ্ডলীতে চন্দ্রের অবস্থানও দুর্বল হয়ে পড়ে। প্রয়োজনে সকালে কিনে আনতে পারেন। যদি কেউ সন্ধ্যের সময়ে চেয়ে থাকেন তাহলে তা দেবেন না।

বাস্তুশাস্ত্র অনুসারে, সন্ধ্যের সময় দুধ, দই বা লবণ কাউকে দান করা উচিত নয়। আর্থিক সংকটময়ের জন্য খুবই ক্ষতিকর বলে মনে করা হয়। এর পাশাপাশি কুণ্ডলীতে চন্দ্রের অবস্থানও দুর্বল হয়ে পড়ে। প্রয়োজনে সকালে কিনে আনতে পারেন। যদি কেউ সন্ধ্যের সময়ে চেয়ে থাকেন তাহলে তা দেবেন না।

9 / 9
অনেকেই হয় তো জানেন না যে, ধর্মীয় গ্রন্থ ও বই ভুল দিক করে পড়েন। তা অশুভ বলে বর্ণিত রয়েছে শাস্ত্রে। ধর্মীয় গ্রন্থ ও বই সবসময় পশ্চিম দিকে রাখা উচিত। অনেকে খাটের উপরে, বালিশ ও গদির নিচে রেখে দেন। এতে ঘরের মধ্যে নানা ধরনের সমস্যার সম্মুখীনে পড়তে পারেন আপনি।

অনেকেই হয় তো জানেন না যে, ধর্মীয় গ্রন্থ ও বই ভুল দিক করে পড়েন। তা অশুভ বলে বর্ণিত রয়েছে শাস্ত্রে। ধর্মীয় গ্রন্থ ও বই সবসময় পশ্চিম দিকে রাখা উচিত। অনেকে খাটের উপরে, বালিশ ও গদির নিচে রেখে দেন। এতে ঘরের মধ্যে নানা ধরনের সমস্যার সম্মুখীনে পড়তে পারেন আপনি।

Next Photo Gallery