
শীত আসা মানেই ভারী ময়েশ্চারাইজার খোঁজ করা। সাজের টেবিলে বিভিন্ন নামী-দামি ব্র্যান্ডের ক্রিম, ময়েশ্চারাইজারে ভরে উঠবে এইবার। কিন্তু তাতে কি মসৃণ, উজ্জ্বল ও নরম ত্বক পাওয়া যায়?

একাধিক পণ্য ব্যবহারে যে ত্বকের বিশেষ কোনও লাভ পাওয়া যায় তা কিন্তু নয়। এর চাইতে শীতে ত্বকের আর্দ্রতা বজায় রাখার জন্য ভরসা রাখতে পারেন একটি উপাদানে। সেই উপাদান হল নারকেল তেল।

বাঙালিদের মধ্যে শীতে নারকেল তেল মাখার চল বহু দিনের। গা-হাত-পায়ে নারকেল তেল মেখে স্নান করার উদ্দেশ্য হল শীতে যাতে ত্বক নরম থাকে। এখান থেকে স্পষ্ট যে, নারকেল তেল ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।

ত্বকের আর্দ্রতা বজায় রাখার পাশাপাশি আরও বেশ কয়েকটি উপায়ে আপনি নারকেল তেল ব্যবহার করতে পারেন। প্রথমত আপনি ময়েশ্চারাইজার হিসেবে নারকেল তেল ব্যবহার করতে পারেন। মুখ ধুয়ে নিয়ে কয়েক ফোঁটা নারকেল তেল মেখে নিন।

ফেস মিস্ট হিসেবেও ব্যবহার করতে পারেন নারকেল তেল। এতে শুষ্ক ত্বকের সমস্যা সহজেই এড়ানো যাবে। গ্লিসারিন আর নারকেল তেল একসঙ্গে মিশিয়ে একটি বোতলে রাখুন। মুখ ধুয়ে এই মিশ্রণ স্প্রে করে দিন। হালকা হাতে ম্যাসাজ করে নিন।

শীতে ফাটা ঠোঁটের যত্ন নিতে নারকেল তেল ব্যবহার করতে পারেন। শিয়া বাটারের সঙ্গে নারকেল তেল গরম করুন। মিশ্রণটি ঠান্ডা করুন। এটি লিপ বামের মতো করে আপনি ঠোঁটে ব্যবহার করতে পারেন।