
সারা সেনগুপ্তকে চেনেন? পরিচয়ে স্টারকিড সে। তবে ছোট্ট বয়সেই সিনেমায় অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন সারা। এখনও প্রাপ্তবয়স্ক হয়নি সে। তবু ফ্যাশানিস্তা সারা টলিউডের তারকা সন্তানদের তালিকায় অন্যতম প্রধান সেনসেশন।

ইনস্টাগ্রামে ইতিমধ্যেই তাঁর অনুরাগীর সংখ্যা ছাড়িয়েছে ২৫ হাজার। সেখানেই জীবনের দৈনন্দিন খুঁটিনাটি শেয়ার করে নেন সারা। তাঁর ফ্যাশন সেন্স দেখবার মতো। খুব বেশি সাজেন না। ছিমছাম, তবে চোখ নিয়ে হরেক এক্সপেরিমেন্ট তাঁর।

নেটিজেনদের মতে সারার চোখই নাকি তাঁর ইউএসপি। পছন্দ উইঙ্গড আইলাইনার। মা নীলাঞ্জনাও মেয়ের সাজের তারিফ না করে পারেন না।

২০১৮ সালে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'উমা' দিয়ে ডেবিউ হয় তাঁর। ছবিতে তিনিই ছিলেন হিরোইন। তবে প্রথমে বাবা-মা চাননি যে মেয়ে অভিনয় করুক।


বাবা-মা প্রথমে রাজি হননি। তবে চিত্রনাট্য পড়ে বেশ পছন্দই হয়েছিল সারার। তাই তিনি রাজি হয়েছিলেন। শুটিং করতে প্রথমটায় বেশ নার্ভাস লাগছিল তাঁর। তবে অভিনয় তাঁর রক্তে। তাই অসুবিধে কেটে গিয়েছিল সহজেই

শুটিং করতে প্রথমটায় বেশ নার্ভাস লাগছিল তাঁর। তবে অভিনয় তাঁর রক্তে। তাই অসুবিধে কেটে গিয়েছিল সহজেই

আপাতত সিনেমা নয়, পড়াশোনা নিয়েই ব্যস্ত তিনি। তবে সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে চর্চা চলেই।