Arshiya Mukherjee: আধো গলায় গান, মিষ্টি হাসি… সেই ছোট্ট ‘ভুতু’ আজ কিশোরী, তাঁর সাম্প্রতিক ছবি দেখেছেন?
Arshiya Mukherjee: প্রোমো অন এয়ার হওয়া মাত্রই নেটপাড়ায় শোরগোলে ফেলে দিয়েছিল সে। তার মিষ্টি হাসি, আধো গলায় ডাক দেখে সবাই একটাই প্রশ্ন করেছিলেন, 'ভূতও এমন মিষ্টি হতে পারে'? ভুতুকে মনে আছে নিশ্চয়ই? সেই ছোট্ট ভুতু আর ছোট্টটি এই। এখন সে কিশোরী। স্টাইল থেকে শুরু করে ফ্যাশন-- আগের থেকে অনেক বেশি পরিণত তাঁর। তাঁর সাম্প্রতিক ছবি দেখেছেন?