Arshiya Mukherjee: আধো গলায় গান, মিষ্টি হাসি… সেই ছোট্ট ‘ভুতু’ আজ কিশোরী, তাঁর সাম্প্রতিক ছবি দেখেছেন?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jun 28, 2022 | 3:58 PM

Arshiya Mukherjee: প্রোমো অন এয়ার হওয়া মাত্রই নেটপাড়ায় শোরগোলে ফেলে দিয়েছিল সে। তার মিষ্টি হাসি, আধো গলায় ডাক দেখে সবাই একটাই প্রশ্ন করেছিলেন, 'ভূতও এমন মিষ্টি হতে পারে'? ভুতুকে মনে আছে নিশ্চয়ই? সেই ছোট্ট ভুতু আর ছোট্টটি এই। এখন সে কিশোরী। স্টাইল থেকে শুরু করে ফ্যাশন-- আগের থেকে অনেক বেশি পরিণত তাঁর। তাঁর সাম্প্রতিক ছবি দেখেছেন?

1 / 6
প্রোমো অন এয়ার হওয়া মাত্রই নেটপাড়ায় শোরগোলে ফেলে দিয়েছিল সে। তার মিষ্টি হাসি, আধো গলায় ডাক দেখে সবাই একটাই প্রহস্ন করেছিলেন, 'ভূতও এমন মিষ্টি হতে পারে'? ভুতুকে মনে আছে নিশ্চয়ই? সেই ছোট্ট ভুতু আর ছোট্টটি এই। এখন সে কিশোরী। স্টাইল থেকে শুরু করে ফ্যাশন-- আগের থেকে অনেক বেশি পরিণত তাঁর। তাঁর সাম্প্রতিক ছবি দেখেছেন?

প্রোমো অন এয়ার হওয়া মাত্রই নেটপাড়ায় শোরগোলে ফেলে দিয়েছিল সে। তার মিষ্টি হাসি, আধো গলায় ডাক দেখে সবাই একটাই প্রহস্ন করেছিলেন, 'ভূতও এমন মিষ্টি হতে পারে'? ভুতুকে মনে আছে নিশ্চয়ই? সেই ছোট্ট ভুতু আর ছোট্টটি এই। এখন সে কিশোরী। স্টাইল থেকে শুরু করে ফ্যাশন-- আগের থেকে অনেক বেশি পরিণত তাঁর। তাঁর সাম্প্রতিক ছবি দেখেছেন?

2 / 6
২০১৬ সালে সম্প্রচারিত হয়েছিল ওই ধারাবাহিক। তখন আরশিয়ার বয়স আনুমানিক ছয় বছর। হ্যাঁ আরশিয়া। ভুতুর ভাল নাম ওটি। ধারাবাহিকটি এতটাই মনে ধরেছিল সকলের যে ওই নামেই শুরু হয় এক হিন্দি ধারাবাহিকও।

২০১৬ সালে সম্প্রচারিত হয়েছিল ওই ধারাবাহিক। তখন আরশিয়ার বয়স আনুমানিক ছয় বছর। হ্যাঁ আরশিয়া। ভুতুর ভাল নাম ওটি। ধারাবাহিকটি এতটাই মনে ধরেছিল সকলের যে ওই নামেই শুরু হয় এক হিন্দি ধারাবাহিকও।

3 / 6
মুখ্য ভূমিকায় নেওয়া হয় আরশিয়াকে। সে সময় শুটিংয়ের কারণে মুম্বই চলে যান আরশিয়া। সেখানে স্কুলেও ভর্তি হন। শুটের পাশাপাশি চলত স্কুলেও। আরশিয়ার অভিনয় বেশ পছন্দ হয়েছিল দর্শকদের।

মুখ্য ভূমিকায় নেওয়া হয় আরশিয়াকে। সে সময় শুটিংয়ের কারণে মুম্বই চলে যান আরশিয়া। সেখানে স্কুলেও ভর্তি হন। শুটের পাশাপাশি চলত স্কুলেও। আরশিয়ার অভিনয় বেশ পছন্দ হয়েছিল দর্শকদের।

4 / 6
এরপর যদিও শেষ হয়ে যায় সেই ধারাবাহিক। কেটে যায় বেশ কিছু বছর। এর পর যদিও আরশিয়াকে দেখা গিয়েছে 'শ্রীকৃষ্ণ ভক্ত মীরা' ধারাবাহিকে। সেখানে ছোট মীরা হয়েছিল সে। তবে সেই ধারাবাহিক হিট করেনি।

এরপর যদিও শেষ হয়ে যায় সেই ধারাবাহিক। কেটে যায় বেশ কিছু বছর। এর পর যদিও আরশিয়াকে দেখা গিয়েছে 'শ্রীকৃষ্ণ ভক্ত মীরা' ধারাবাহিকে। সেখানে ছোট মীরা হয়েছিল সে। তবে সেই ধারাবাহিক হিট করেনি।

5 / 6
শোনা যায় লকডাউনের সময় ভিকি কৌশলের সঙ্গে কাজের অফারও পেয়েছিল সে। কিন্তু করোনা-লকডাউনের কারণে আরশিয়ার আর সেবার বম্বে যাওয়া হয়নি। ফলে সুযোগ হয়ে যায় হাতছাড়া।

শোনা যায় লকডাউনের সময় ভিকি কৌশলের সঙ্গে কাজের অফারও পেয়েছিল সে। কিন্তু করোনা-লকডাউনের কারণে আরশিয়ার আর সেবার বম্বে যাওয়া হয়নি। ফলে সুযোগ হয়ে যায় হাতছাড়া।

6 / 6
বর্তমানে প্রায় বছর ১২ বয়স তার। দর্শক আজও ভোলেনি তাঁকে। বাঙালি পরিবারে আজও ভুতু মানেই ঢোলা পোশাক, খোলা চুল, আর আজগুবি সব  গান।

বর্তমানে প্রায় বছর ১২ বয়স তার। দর্শক আজও ভোলেনি তাঁকে। বাঙালি পরিবারে আজও ভুতু মানেই ঢোলা পোশাক, খোলা চুল, আর আজগুবি সব গান।

Next Photo Gallery