Haji Mastan: দাউদ-ছোটা রাজনের ‘গডফাদার’, বলিউড কাঁপত তাঁর নামে

Jan 17, 2025 | 6:08 PM

Haji Mastan: অজয় দেবগনের 'ওয়ানস আপন আ টাইম ইন মুম্বই' সিনেমাটির কথা মনে আছে তো? সেটা কিন্তু মুম্বইয়ের ডনকে কেন্দ্র করেই ছিল।

1 / 8
প্রথমে সলমন খান তারপর বাবা সিদ্দিকি, এখন সইফ আলি খান। মায়ানগরীতে হামলার শিকার একের পর এক তারকারা। রাজনীতিক থেকে অভিনেতা, বাদ যাচ্ছেন না কেউই। প্রশ্নের মুখে হেভিওয়েটদের নিরাপত্তা। কিছুদিন আগেই প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে।

প্রথমে সলমন খান তারপর বাবা সিদ্দিকি, এখন সইফ আলি খান। মায়ানগরীতে হামলার শিকার একের পর এক তারকারা। রাজনীতিক থেকে অভিনেতা, বাদ যাচ্ছেন না কেউই। প্রশ্নের মুখে হেভিওয়েটদের নিরাপত্তা। কিছুদিন আগেই প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে।

2 / 8
তারপর থেকেই লোকের মুখে মুখে ঘুরছিল লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম। সঙ্গে জুড়ে গিয়েছিল গোল্ডি ব্রার গ্যাংয়ের নামও। সেই রেশ এখনও কাটেনি তার মধ্যেই নিজের বাড়িতে ছুরিকাঘাতে আক্রান্ত সইফ আলি খান।

তারপর থেকেই লোকের মুখে মুখে ঘুরছিল লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম। সঙ্গে জুড়ে গিয়েছিল গোল্ডি ব্রার গ্যাংয়ের নামও। সেই রেশ এখনও কাটেনি তার মধ্যেই নিজের বাড়িতে ছুরিকাঘাতে আক্রান্ত সইফ আলি খান।

3 / 8
এই সব দেখে যেন ৯০ দশকের আন্ডারওয়ার্ল্ড রাজের কথাই মনে পড়ে যাচ্ছে অনেকের। মুম্বইয়ের আন্ডারওয়ার্ল্ডের নাম করা চরিত্রদের নিয়ে একের পর সিনেমা হয়েছে বলিউডেই। জানেন মুম্বইয়ের প্রথম ডন কে ছিল?

এই সব দেখে যেন ৯০ দশকের আন্ডারওয়ার্ল্ড রাজের কথাই মনে পড়ে যাচ্ছে অনেকের। মুম্বইয়ের আন্ডারওয়ার্ল্ডের নাম করা চরিত্রদের নিয়ে একের পর সিনেমা হয়েছে বলিউডেই। জানেন মুম্বইয়ের প্রথম ডন কে ছিল?

4 / 8
অজয় দেবগনের 'ওয়ানস আপন আ টাইম ইন মুম্বই' সিনেমাটির কথা মনে আছে তো? সেটা কিন্তু মুম্বইয়ের ডনকে কেন্দ্র করেই ছিল। ছবিতে চরিত্রের নাম ছিল সুলতান মির্জা। আর বাস্তবে তিনিই ছিলেন মুম্বইয়ের প্রথম ডন হাজি মস্তান।

অজয় দেবগনের 'ওয়ানস আপন আ টাইম ইন মুম্বই' সিনেমাটির কথা মনে আছে তো? সেটা কিন্তু মুম্বইয়ের ডনকে কেন্দ্র করেই ছিল। ছবিতে চরিত্রের নাম ছিল সুলতান মির্জা। আর বাস্তবে তিনিই ছিলেন মুম্বইয়ের প্রথম ডন হাজি মস্তান।

5 / 8
হাজি মস্তান বহু বেআইনি কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তার মধ্যে আছে স্মাগলিং, তোলাবাজি এবং জুয়া খেলার মতো নানা কাজ আছে সেই তালিকায়। মস্তানের উত্থান সেই সময়ে যখন মুম্বই আন্ডারওয়ার্ল্ড একটি সংগঠিত অপরাধ সিন্ডিকেট হিসাবে সবে সবে নিজের জমি শক্ত করতে শুরু করেছিল।

হাজি মস্তান বহু বেআইনি কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তার মধ্যে আছে স্মাগলিং, তোলাবাজি এবং জুয়া খেলার মতো নানা কাজ আছে সেই তালিকায়। মস্তানের উত্থান সেই সময়ে যখন মুম্বই আন্ডারওয়ার্ল্ড একটি সংগঠিত অপরাধ সিন্ডিকেট হিসাবে সবে সবে নিজের জমি শক্ত করতে শুরু করেছিল।

6 / 8
আন্ডারওয়ার্ল্ড, অপরাধ জগত ছাড়াও, বলিউডে সিনেমার জগতে বিশেষ আগ্রহ ছিল হাজি মস্তানের। শোনা যায়, একটা সময় নাকি তাঁর ইচ্ছা ছিল একটা পাতাও নড়ত না বলি পাড়ায়।

আন্ডারওয়ার্ল্ড, অপরাধ জগত ছাড়াও, বলিউডে সিনেমার জগতে বিশেষ আগ্রহ ছিল হাজি মস্তানের। শোনা যায়, একটা সময় নাকি তাঁর ইচ্ছা ছিল একটা পাতাও নড়ত না বলি পাড়ায়।

7 / 8
বলি তারকাদেরও নিজের চাপের মধ্যে রাখতেন তিনি। এ ছাড়াও নিজে ছবি প্রযোজনা করতেন। একাধিক ছবি প্রযোজনা করেছেন তিনি। দাঙ্গা বাঁধাতেও ওস্তাদ ছিলেন এই আন্ডারওয়ার্ল্ড ডন।

বলি তারকাদেরও নিজের চাপের মধ্যে রাখতেন তিনি। এ ছাড়াও নিজে ছবি প্রযোজনা করতেন। একাধিক ছবি প্রযোজনা করেছেন তিনি। দাঙ্গা বাঁধাতেও ওস্তাদ ছিলেন এই আন্ডারওয়ার্ল্ড ডন।

8 / 8
বলিউডে ত্রাস হয়ে ওঠার পরে আরও দ্রুত হাজি মস্তানের নাম ছড়িয়ে পরে চারিদিকে। মুম্বইয়ে নিজের হাত আরও শক্ত করে সে। মায়ানগরীতে কান পাতলে শোনা যায় তাঁর রাজত্বকালেই জন্ম দাউদ ইব্রাহিম থেকে ছোটা রাজনের মতো ডনের। সেই সময় নাকি হাজি মস্তানকে ডনেদের 'গডফাদার' বলা হত।

বলিউডে ত্রাস হয়ে ওঠার পরে আরও দ্রুত হাজি মস্তানের নাম ছড়িয়ে পরে চারিদিকে। মুম্বইয়ে নিজের হাত আরও শক্ত করে সে। মায়ানগরীতে কান পাতলে শোনা যায় তাঁর রাজত্বকালেই জন্ম দাউদ ইব্রাহিম থেকে ছোটা রাজনের মতো ডনের। সেই সময় নাকি হাজি মস্তানকে ডনেদের 'গডফাদার' বলা হত।

Next Photo Gallery