Hanuman Jayanti 2023: হনুমানজির কৃপা পেতে এদিন করুন এই ৫ প্রতিকার, দুঃখ-কষ্ট দূর হয়ে জীবন হবে মাখনের মতো

Remedies on Hanuman Jayanti: হিন্দু শাস্ত্র অনুযায়ী, হনুমানজির জন্ম চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে হয়েছিল। এদিন সারা দেশজুড়ে হিন্দু ধর্মাবলম্বীরা শ্রীরাম ভক্ত বজরঙ্গবলীর পুজো করেন।

| Edited By: দীপ্তা দাস

Apr 05, 2023 | 5:13 PM

1 / 9
কথিত আছে যে এই বিশেষ দিনে ভক্তরা বেশ কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করে থাকলে সেই ব্যক্তির উপর বজরঙ্গবলীর আশীর্বাদ বর্ষিত হয়। এ বছর হনুমান জয়ন্তী পালিত হবে ৬ এপ্রিল, বৃহস্পতিবার।

কথিত আছে যে এই বিশেষ দিনে ভক্তরা বেশ কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করে থাকলে সেই ব্যক্তির উপর বজরঙ্গবলীর আশীর্বাদ বর্ষিত হয়। এ বছর হনুমান জয়ন্তী পালিত হবে ৬ এপ্রিল, বৃহস্পতিবার।

2 / 9
একই সময়ে, কার্তিক কৃষ্ণপক্ষের চতুর্দশীতে হনুমান জয়ন্তীও পালিত হয়। তবে চৈত্র মাসের হনুমান জয়ন্তীর বিশেষ তাৎপর্য রয়েছে।

একই সময়ে, কার্তিক কৃষ্ণপক্ষের চতুর্দশীতে হনুমান জয়ন্তীও পালিত হয়। তবে চৈত্র মাসের হনুমান জয়ন্তীর বিশেষ তাৎপর্য রয়েছে।

3 / 9
জ্যোতিষ শাস্ত্র অনুসারে, যদি কোনও ব্যক্তি সমস্ত আচার-অনুষ্ঠান মেনে এদিনে হনুমানজির পূজা করেন, তাহলে হনুমানজি সেই ব্যক্তির জীবন থেকে সমস্ত ঝামেলা দূর করে দেন। এইভাবে ব্যক্তি কেবল হনুমানজির আশীর্বাদই পায় না বরং তার সমস্ত দুঃখ-কষ্ট থেকে মুক্তিও পায়।

জ্যোতিষ শাস্ত্র অনুসারে, যদি কোনও ব্যক্তি সমস্ত আচার-অনুষ্ঠান মেনে এদিনে হনুমানজির পূজা করেন, তাহলে হনুমানজি সেই ব্যক্তির জীবন থেকে সমস্ত ঝামেলা দূর করে দেন। এইভাবে ব্যক্তি কেবল হনুমানজির আশীর্বাদই পায় না বরং তার সমস্ত দুঃখ-কষ্ট থেকে মুক্তিও পায়।

4 / 9
এদিনের জন্য বেশ কিছু জ্যোতিষশাস্ত্রীয় ব্যবস্থার কথাও শাস্ত্রে উল্লেখ আছে। বলা হয় যে এই ব্যবস্থাগুলি পালন  ব্যক্তিকে তার সমস্ত ঝামেলা থেকে মুক্তি পেতে সহায়তা করে।

এদিনের জন্য বেশ কিছু জ্যোতিষশাস্ত্রীয় ব্যবস্থার কথাও শাস্ত্রে উল্লেখ আছে। বলা হয় যে এই ব্যবস্থাগুলি পালন ব্যক্তিকে তার সমস্ত ঝামেলা থেকে মুক্তি পেতে সহায়তা করে।

5 / 9
ছোলা নিবেদন করুন: জ্যোতিষশাস্ত্র অনুসারে, হনুমান জয়ন্তীতে যদি হনুমা জিকে ছোলা নিবেদন করা হয়, তাহলে মানুষের জীবনে যে সংকট দেখা দেয় তা দূর হয়। কারও কারও জীবনের সংকটের অবসান ও শান্তি পেতে মঙ্গলবার, শনিবার  ও হনুমান জয়ন্তীতে হনুমানজিকে ছোলা নিবেদন করা উচিত। অন্যদিকে, যে ব্যক্তি হনুমান জিকে ছোলা নিবেদন করেন, তাকে কখনওই অশুভ আত্মা, শনি ও গ্রহের বাধা, রোগ, দুঃখ, আইনি ঝামেলা, ঋণে বোঝা পড়া, মানসিক চাপ ইত্যাদি দ্বারা আক্রান্ত হওয়ার চিন্তা করতে হবে না।

ছোলা নিবেদন করুন: জ্যোতিষশাস্ত্র অনুসারে, হনুমান জয়ন্তীতে যদি হনুমা জিকে ছোলা নিবেদন করা হয়, তাহলে মানুষের জীবনে যে সংকট দেখা দেয় তা দূর হয়। কারও কারও জীবনের সংকটের অবসান ও শান্তি পেতে মঙ্গলবার, শনিবার ও হনুমান জয়ন্তীতে হনুমানজিকে ছোলা নিবেদন করা উচিত। অন্যদিকে, যে ব্যক্তি হনুমান জিকে ছোলা নিবেদন করেন, তাকে কখনওই অশুভ আত্মা, শনি ও গ্রহের বাধা, রোগ, দুঃখ, আইনি ঝামেলা, ঋণে বোঝা পড়া, মানসিক চাপ ইত্যাদি দ্বারা আক্রান্ত হওয়ার চিন্তা করতে হবে না।

6 / 9
পান পাতা নিবেদন করুন: কোনও কঠিন কাজে ফেঁসে গেলে, মানসিক চাপ বাড়লে বা উদ্বেগ কাটাতে ভগবান হনুমানের কাছে প্রার্থনা করলে দ্রুত ফল পাওয়া যায়। এর জন্য মঙ্গলবার বা হনুমান জয়ন্তীতে বজরঙ্গবলীকে পান অর্পণ করা উচিত। যদি মন্দিরে পুজো করার পরে এটি করা হয়, তবে সেই ব্যক্তি শীঘ্রই হনুমানের আশীর্বাদ লাভ করেন বলে মনে করা হয়।

পান পাতা নিবেদন করুন: কোনও কঠিন কাজে ফেঁসে গেলে, মানসিক চাপ বাড়লে বা উদ্বেগ কাটাতে ভগবান হনুমানের কাছে প্রার্থনা করলে দ্রুত ফল পাওয়া যায়। এর জন্য মঙ্গলবার বা হনুমান জয়ন্তীতে বজরঙ্গবলীকে পান অর্পণ করা উচিত। যদি মন্দিরে পুজো করার পরে এটি করা হয়, তবে সেই ব্যক্তি শীঘ্রই হনুমানের আশীর্বাদ লাভ করেন বলে মনে করা হয়।

7 / 9
ময়দার তৈরি প্রদীপ জ্বালান: জ্যোতিষশাস্ত্র অনুসারে, আপনি যদি  ঋণ থেকে মুক্তি পেতে টান, তাহলে তার জন্য ময়দার তৈরি একটি প্রদীপে কিছু জুঁই তেল দিয়ে বট পাতার উপর রেখে তা পোড়ানো উচিত। ৫টি বট পাতায় ৫টি বাতি রাখুন। সেগুলো নিয়ে হনুমান মন্দিরে রাখতে পারেন। এই প্রতিকার করলে জীবনে সকল প্রকার ঋণ থেকে মুক্তি পাওয়া যায়। সেই সঙ্গে শনির বাধাও দূর হবে।

ময়দার তৈরি প্রদীপ জ্বালান: জ্যোতিষশাস্ত্র অনুসারে, আপনি যদি ঋণ থেকে মুক্তি পেতে টান, তাহলে তার জন্য ময়দার তৈরি একটি প্রদীপে কিছু জুঁই তেল দিয়ে বট পাতার উপর রেখে তা পোড়ানো উচিত। ৫টি বট পাতায় ৫টি বাতি রাখুন। সেগুলো নিয়ে হনুমান মন্দিরে রাখতে পারেন। এই প্রতিকার করলে জীবনে সকল প্রকার ঋণ থেকে মুক্তি পাওয়া যায়। সেই সঙ্গে শনির বাধাও দূর হবে।

8 / 9
পতাকা উত্তোলন করুন: জ্যোতিষশাস্ত্র অনুসারে, যদি কেউ কোনও কাজে সাফল্য বা যুদ্ধে জয়ের স্বাদ পেতে চান তবে কোনও কাজে সাফল্য বা যুদ্ধে জয়ের জন্য হনুমানজিকে লাল বা কেশর রঙের পতাকা অর্পণ করা উচিত। কথিত আছে মন্দিরে পতাকা উত্তোলন করলে ব্যক্তির সম্মান বৃদ্ধি পায়। তাই প্রতিটি কাজে উন্নতি হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই পতাকার আকৃতি ত্রিভুজাকার হওয়া উচিত।  এতে ভগবান রামের নাম লেখা উচিত।

পতাকা উত্তোলন করুন: জ্যোতিষশাস্ত্র অনুসারে, যদি কেউ কোনও কাজে সাফল্য বা যুদ্ধে জয়ের স্বাদ পেতে চান তবে কোনও কাজে সাফল্য বা যুদ্ধে জয়ের জন্য হনুমানজিকে লাল বা কেশর রঙের পতাকা অর্পণ করা উচিত। কথিত আছে মন্দিরে পতাকা উত্তোলন করলে ব্যক্তির সম্মান বৃদ্ধি পায়। তাই প্রতিটি কাজে উন্নতি হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই পতাকার আকৃতি ত্রিভুজাকার হওয়া উচিত। এতে ভগবান রামের নাম লেখা উচিত।

9 / 9
রাম নাম লিখুন: কথিত আছে, হনুমানজির কাছে রাম নামটি খুবই প্রিয়। ভগবান শ্রীরামের আরাধনায় প্রসন্ন হোন বজদরঙ্গবলী। এর জন্য বটের পাতায় জুঁই তেলে সিঁদুর মিশিয়ে তাতে রামের নাম লিখে হনুমানজিকে নিবেদন করা উচিত। এই প্রতিকারের মাধ্যমে ভক্তরা জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি পান। সব কাজেই সাফল্য মেলে, বজায় থাকে সুখ-শান্তি।

রাম নাম লিখুন: কথিত আছে, হনুমানজির কাছে রাম নামটি খুবই প্রিয়। ভগবান শ্রীরামের আরাধনায় প্রসন্ন হোন বজদরঙ্গবলী। এর জন্য বটের পাতায় জুঁই তেলে সিঁদুর মিশিয়ে তাতে রামের নাম লিখে হনুমানজিকে নিবেদন করা উচিত। এই প্রতিকারের মাধ্যমে ভক্তরা জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি পান। সব কাজেই সাফল্য মেলে, বজায় থাকে সুখ-শান্তি।