Pizza Delivery: আধ ঘণ্টাও অপেক্ষা করতে হবে না, ২০ মিনিটেই পিৎজা ডেলিভারি করবে এই সংস্থা

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Dec 22, 2022 | 7:30 AM

Domino's Pizza: বর্তমানে ২০টি জ়োনে এই ২০ মিনিটের ডেলিভারি পরিষেবা পাওয়া গেলেও, আগামিদিনে দেশজুড়ে ১০০টিরও বেশি স্টোরের তরফেই এই পরিষেবা দেওয়া হবে।

1 / 6
নয়া দিল্লি: অনলাইনে খাবার অর্ডারের ক্ষেত্রে অনেকেরই অভিযোগ থাকে যে খাবার আসতে দেরি হয়। সেই কারণে দ্রুত খাবার পেতে অনেকেই ভরসা করেন ডমিনোজ পিৎজার উপরে। কারণ সেখানে আধ ঘণ্টার মধ্যে খাবার ডেলিভারির প্রতিশ্রুতি দেওয়া হয়। যারা পিৎজা খেতে ভালবাসেন, তাদের জন্য কার্যত স্বর্গ ডমিনোজ।

নয়া দিল্লি: অনলাইনে খাবার অর্ডারের ক্ষেত্রে অনেকেরই অভিযোগ থাকে যে খাবার আসতে দেরি হয়। সেই কারণে দ্রুত খাবার পেতে অনেকেই ভরসা করেন ডমিনোজ পিৎজার উপরে। কারণ সেখানে আধ ঘণ্টার মধ্যে খাবার ডেলিভারির প্রতিশ্রুতি দেওয়া হয়। যারা পিৎজা খেতে ভালবাসেন, তাদের জন্য কার্যত স্বর্গ ডমিনোজ।

2 / 6
এবার পিৎজা প্রেমীদের জন্য রয়েছে দারুণ সুখবর। ডমিনোজ পিৎজার তরফে আনা হল নতুন এক ডেলিভারি পরিষেবা, যেখানে আধ ঘণ্টা নয়, ২০ মিনিটেই পিৎজার ডেলিভারি করা হবে। খাবারের মান, দাম বা পরিষেবা- কোনও কিছুতেই খামতি রাখা হবে না।

এবার পিৎজা প্রেমীদের জন্য রয়েছে দারুণ সুখবর। ডমিনোজ পিৎজার তরফে আনা হল নতুন এক ডেলিভারি পরিষেবা, যেখানে আধ ঘণ্টা নয়, ২০ মিনিটেই পিৎজার ডেলিভারি করা হবে। খাবারের মান, দাম বা পরিষেবা- কোনও কিছুতেই খামতি রাখা হবে না।

3 / 6
ডমিনোজের তরফে জানানো হয়েছে, আপাতত ১৪টি শহরের ২০টি জ়োনে এই ২০ মিনিটে ডেলিভারির পরিষেবা দেওয়া হবে। সংস্থার তরফে জানানো হয়েছে, দিল্লি,মুম্বই, কলকাতা, চেন্নাই সহ একাধিক মেট্রো শহরে ডমিনোজ ২০ মিনিটে পিৎজা ডেলিভারি করবে।

ডমিনোজের তরফে জানানো হয়েছে, আপাতত ১৪টি শহরের ২০টি জ়োনে এই ২০ মিনিটে ডেলিভারির পরিষেবা দেওয়া হবে। সংস্থার তরফে জানানো হয়েছে, দিল্লি,মুম্বই, কলকাতা, চেন্নাই সহ একাধিক মেট্রো শহরে ডমিনোজ ২০ মিনিটে পিৎজা ডেলিভারি করবে।

4 / 6
প্রযুক্তির আপগ্রেডেশন, স্টোরের পরিষেবার মানোন্নয়ন সহ একাধিক পরিবর্তন এনে এই ২০ মিনিটের ডেলিভারি পরিষেবা আনা হয়েছে। খাবারের গুণমানের সঙ্গে কোনও সমঝোতা না করেই ২০ মিনিটের মধ্যে গ্রাহকরা গরম গরম, সুস্বাদু পিৎজা পেয়ে যাবেন।

প্রযুক্তির আপগ্রেডেশন, স্টোরের পরিষেবার মানোন্নয়ন সহ একাধিক পরিবর্তন এনে এই ২০ মিনিটের ডেলিভারি পরিষেবা আনা হয়েছে। খাবারের গুণমানের সঙ্গে কোনও সমঝোতা না করেই ২০ মিনিটের মধ্যে গ্রাহকরা গরম গরম, সুস্বাদু পিৎজা পেয়ে যাবেন।

5 / 6
দ্রুত ডেলিভারির ক্ষেত্রে ডেলিভারি পার্টনারদের জীবন যাতে কোনওভাবে বিপন্ন না হয়, তাও নিশ্চিত করা হবে। বর্তমানে ২০টি জ়োনে এই ২০ মিনিটের ডেলিভারি পরিষেবা পাওয়া গেলেও, আগামিদিনে দেশজুড়ে ১০০টিরও বেশি স্টোরের তরফেই এই পরিষেবা দেওয়া হবে।

দ্রুত ডেলিভারির ক্ষেত্রে ডেলিভারি পার্টনারদের জীবন যাতে কোনওভাবে বিপন্ন না হয়, তাও নিশ্চিত করা হবে। বর্তমানে ২০টি জ়োনে এই ২০ মিনিটের ডেলিভারি পরিষেবা পাওয়া গেলেও, আগামিদিনে দেশজুড়ে ১০০টিরও বেশি স্টোরের তরফেই এই পরিষেবা দেওয়া হবে।

6 / 6
এই বিষয়ে ডমিনোজ পিৎজার চিফ এগজেকিউটিভ রাসেল উইনার বলেন, "আমেরিকার পর ভারতই ডমিনোজের গ্লোবাল নেটওয়ার্কের সবথেকে বড় মার্কেট। আশা করছি আগামিদিনে আমাদের ব্যবসা আরও বড় হবে।"

এই বিষয়ে ডমিনোজ পিৎজার চিফ এগজেকিউটিভ রাসেল উইনার বলেন, "আমেরিকার পর ভারতই ডমিনোজের গ্লোবাল নেটওয়ার্কের সবথেকে বড় মার্কেট। আশা করছি আগামিদিনে আমাদের ব্যবসা আরও বড় হবে।"

Next Photo Gallery