Bangla News Photo gallery Don't get yellow color done in this direction even by mistake, it can have bad effect on health
Vastu Tips for Home: ভুলেও বাড়ির এ দিকে হলুদ রং ‘নয়’, কঠিন রোগে আক্রান্ত হতে পারে গোটা পরিবার!
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
May 10, 2023 | 3:36 PM
Yellow Colour: বাড়ি বানানোর পর ঘরের রঙ কী করবেন, কোন রঙ ব্যবহার করলে সৌন্দর্য বাড়বে, তা নিয়ে ধন্দে থাকেন অনেকেই। তবে বাস্তুশাস্ত্রেও রঙের গুরুত্ব রয়েছে।
1 / 8
অনেকেই জানেন না যে রঙ করার সময় বাস্তু নিয়মগুলিও মাথায় রাখা উচিত। বাড়িতে হলুদ রং ব্যবহার করা খুবই উপকারী বলে মনে করা হয়। এই রঙ শুভর প্রতীক।
2 / 8
কপালে তিলক আঁকা থেকে শুরু করে বিয়েতে গায়ে হলুদ অনুষ্ঠান, যে কোনও শুভ কাজে হলুদ রং ব্যবহার করা হয়। তেমনি বাস্তু অনুযায়ী, বাড়িতে পজিটিভিটি ছড়িয়ে দিতে হলুদ ব্যবহার করা একটি ভাল ধারণা হতে পারে।
3 / 8
বাস্তু নিয়ম অনুযায়ী, বাড়ির কোন দিকে হলুদ রঙ করলে ভাগ্য় আপনার সহায় থাকবে, তা জেনে রাখা প্রয়োজন। কোন দিকে হলুদ রঙ করা উচিত ও স্বাস্থ্য ভালো রাখতে ভুল করেও কোন দিকে এই রঙ ব্যবহার করবেন না, তা জেনে নিন এখানে...
4 / 8
বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির পূর্ব দেওয়ালে হলুদ রঙ ব্যবহার করতে পারেন। মনে রাখবেন যেন খুব বেশি গাঢ় হলুদ রং ব্যবহার করা উচিত নয়। ডাবল টোন কালার করার চেষ্টা করুন।
5 / 8
প্রতিটি রঙের নিজস্ব দিক ও অধিকার রয়েছে। হলুদ রঙের অধিপতি বৃহস্পতি। জ্ঞান ও প্রজ্ঞার প্রতীক। হলুদ রঙের সর্বোচ্চ সুবিধা পেতে উত্তর-পূর্ব দিকে অর্থাত উত্তর-পূর্ব দিকে ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়।
6 / 8
উত্তর-পূর্ব দিকে হলুদ রঙ ব্যবহার করা হলে তা সুখ, সমৃদ্ধি ও মানসিক শান্তি বয়ে নিয়ে আসে। কোন দিকে হলুদ রং করা উচিত নয়, সেটাও জেনে নিন এখানে...
7 / 8
বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে হলুদ রঙ ব্যবহার করলে যে কোনও সময় আপনি ক্ষতির শিকার হতে পারেন। তাই ভুল করেও এদিক দিয়ে হলুদ রং করাবেন না। বাস্তুশাস্ত্র অনুসারে অগ্নিকোণে হলুদ বর্ণ ধারণ করলে ক্ষতির সৃষ্টি হয়।
8 / 8
দক্ষিণ-পূর্ব দিকে হলুদ রঙ করলে মাতৃস্থানীয় কোনও মহিলার স্বাস্থ্যের ক্ষতি হয়। এর কারণে গ্রহ জাতকের পেটের সমস্যা তৈরি করে ও জীবনে নানা সমস্যার সম্মুখীন হতে হয়।