Coriander water: শুধু রোগা নয়, খালি পেটে ধনে পাতার রস খেলে কী কী উপকার পাবেন, তার ধারণা নেই অনেকের
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Jul 08, 2022 | 9:17 AM
Tremendous Benefits: রান্না করা খাবারে স্বাদ বাড়াতে বিভিন্ন ভেষজ ও মশলা ব্যবহার করা হয়। তার মধ্যে ধনে গুঁড়ো বা ধনে বীজ ব্যবহার ভারতীয় হেঁসেল বহুল প্রচলিত।
1 / 7
শুধু রান্নাতেই নয়, শরীরে বিভিন্ন রোগ থেকে মুক্তি পেতেও এই মশলার ব্যবহার করা হয়। আয়ুর্বেদ শাস্ত্রেও এর গুরুত্ব ও অবদান সম্পর্কে উল্লেখ রয়েছে।
2 / 7
নিয়মিত ধনেপাতার রস পান করা অন্যান্য অনেক ভেষজের থেকে বেশি উপকারী। ধনেপাতা রস তৈরি করে রোজ খেলে কী কী উপকার পেতে পারি, তা একঝলকে দেখে নিন...
3 / 7
কীভাবে তৈরি করবেন? ধনেপাতার রস তৈরি করতে প্রথমে ধনেপাতা কুচি কুচি করে কেটে এক গ্লাস জলে ভাল করে ফুটিয়ে নিন। তারপর ভাল করে ছেঁকে নিন। এবার তাতে স্বাদ অনুযায়ী লেবু ও নুন মিশিয়ে খেয়ে নিন।
4 / 7
ধনেপাতার রসের উপকারিতা:ধনে পাতার রস খেলে কিডনির যে কোনও সমস্যা দূর হয়। রোদ পান করলে শরীরের টক্সিন দূর হয়। স্বাস্থ্যও থাকে ভাল।
5 / 7
রোগা হতে চাইলে রোজ সকালে খান ধনে পাতার রস। ওবেসিটির সমস্যা থেকে মুক্তি পেতে এই জুস দারুণ কার্যকরী। শরীরের অতিরিক্ত ক্যালোরি এড়াতে ও স্থূলতা হ্রাস করতে এই উপকারী রস মোক্ষম ওষুধ।
6 / 7
ধনেপাতায় থাকে পটাসিয়াম সমৃদ্ধ। যাদের হার্টের সমস্যা রয়েছে, তারা যদি খাবার খাওয়ার আগে ধনে পাতার রস খান তাহলে অনেক সমস্যা থেকে দ্রুত মুক্তি পেতে পারেন। এই রস সত্যিই খুব উপকারী।
7 / 7
ত্বকের সমস্যার জন্যও ধনে পাতা উপকারী। ত্বকে জেল্লা বাড়াতে, ব্রের সমস্যা এড়াতে , ফর্সাভাব আনতে ধনেপাতা খাওয়া বেশ ভাল। এতে রয়েথে কার্বোহাইড্রেট সমৃদ্ধ বৈশিষ্ট্য। ত্বক উজ্জ্বল ও ফর্সাভাব আনতে রোজ খান এই পাতার রস। ত্বকের যে কোনও সমস্যা দূর করার জন্যও ভাল।