Katrina Kaif: বিমানবন্দরে হলুদ শারারা সেটেই ‘দুলহানিয়া’ লুক ক্যাটরিনার! ছবিতে দেখুন
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Dec 07, 2021 | 4:02 PM
বলিউড ইন্ডাস্ট্রিতে এখন জোরদার গুজব। আর তারমধ্যেই নিজেদের বিয়ের আসরে উপস্থিতি নিয়ে প্রস্তুতি সেরে ফেলেছেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। বহু প্রত্যাশিত রাজস্থানী বিয়ের জন্য জয়পুরে রওনা হয়ে গিয়েছেন ক্যাটরিনা ও তাঁর পরিবার।
1 / 5
বিয়ে নিয়ে দুই সেলেব ও তাঁদের পরিবারের তরফে কেউ মুখ না খুললেও বলিউডের কোণায় কোমায় এখন এই লাভবার্ডসেরবিয়ে নিয়ে চলছে দারুণ প্রস্তুতি। বিমানবন্দরের পাপারাত্জ্জিদের ক্যামেরায় ধরা পড়ে গেলেন ক্যাট ও ভিকি। সুন্দর হলুদ রঙের ঐতিহ্যবাহী শারারা পোশাক পরেছিলেন ক্যাট।
2 / 5
মাস্টার্ড হলুদ শারারা সেটের সঙ্গে আইভরি এমব্রয়ডারি করা উজ্জ্বল পোশাকে সব লাইমলাইট কেড়ে নিয়েছিলেন ক্যাটরিনা। স্ক্যাল্পড হেমস ও চওড়া হাতার ভি-নেকলাইন কুর্তা বেছে নিয়েছিলেন এদিন। ম্যাচিং শারার প্যান্ট ও ম্যাতিং ফ্লোরাল এমব্রয়ডারির দোপাট্টা বেছেছিলেন।
3 / 5
উজ্জ্বল শারারা সেটে ক্যাটরিনাকে সুন্দরী নববধূর মতোই লাগছিল। অসাধারণ ড্রেসের ডিজাইনার ছিলেন ভারতের জনপ্রিয় ডিজাইনার অনামিকা খান্না।
4 / 5
সেলেব্র্টি স্টাইলিস্ট অ্যালাইতা শ্রফ আদজানিয়া দ্বারা স্টাইল করা ক্যাটরিনা সোনার ড্যাংলার কানের দুল পরেছিলেন। আর সৌন্দর্যের রাণীরে মিনিম্যাল লুকেই বেশি উজ্জ্বল দেখায়।
5 / 5
সামান্য ব্লাশড চিকস, গোলাপী লিপশেড ও কাজলপূরণ চোখে বেশ সুন্দর দেখাচ্ছিল ক্যাটরিনাকে। স্ট্রেট হেয়ারস্টাইলে বরাবরই তিনি সুন্দরী।