TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Aug 13, 2022 | 8:34 AM
মহমেডান স্পোর্টিং বনাম এফসি গোয়া ম্যাচ দিয়ে ১৬ অগাস্ট সূচনা হচ্ছে ঐতিহ্য়ের ডুরান্ড কাপ। মোট ২০টি দল খেলবে এবারের সংস্করণে। (নিজস্ব ছবি)
আইএসএলের ১১টি এবং আইলিগের পাঁচটি দল খেলছে এই টুর্নামেন্টে। থাকছে তিন প্রধান।(নিজস্ব ছবি)
টুর্নামেন্টের বড় আকর্ষণ ২৮ অগাস্টের ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ডার্বি ম্যাচ।(নিজস্ব ছবি)
কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গন আর কিশোর ভারতী ক্রীড়াঙ্গন মিলিয়ে মোট ২৭ টি ম্যাচ হবে।(নিজস্ব ছবি)
১৮ সেপ্টেম্বর ডুরান্ডের ফাইনালে আমন্ত্রিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।(নিজস্ব ছবি)