Bangla News Photo gallery During Turkish Super League game Besiktas fans throw toys on pitch for children affected by Earthquake
Football: ঘড়ির কাঁটায় ৪.১৭ বাজতেই ফুটবল ম্যাচের মাঝে পুতুলবৃষ্টি! কিন্তু কেন?
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Feb 28, 2023 | 4:52 PM
Besiktas fans throw toys on pitch: তুরস্কের ফুটবল লিগের ম্যাচে ঘরের মাঠে বেসিকতাস মুখোমুখি হয়েছিল আন্তালিয়াসপোর ক্লাবের বিরুদ্ধে। ঘড়ির কাটায় স্থানীয় সময়ে যখন ঠিক ৪টে ১৭ মিনিট, তখনই ইস্তানবুলে আচমকাই বন্ধ হয়ে গেল ম্যাচ। কারণ সেই সময় স্টেডিয়ামজুড়ে শুরু হয়েছে পুতুলবৃষ্টি! কিন্তু কেন?
1 / 8
তুর্কি সুপার লিগের (Turkish Super League) ম্যাচে ঘরের মাঠে আন্তালিয়াসপোরের (Antalyaspor) বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে লিগ টেবলের তিন নম্বরে থাকা বেসিকতাস (Besiktas)। কিন্তু সেই ম্যাচের এক ঘটনা সকলের হৃদয় ছুয়ে গিয়েছে। (Pic Courtesy- Aljazeera)
2 / 8
চলতি ফেব্রুয়ারির ৬ তারিখ তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে একাধিক মানুষ মারা গিয়েছেন, ঘরছাড়া লক্ষাধিক মানুষ। এই কঠিন সময়ে তুরস্কের বহু শিশু অনাথ হয়ে গিয়েছে। তাদের মাথার নীচে ছাদটুকু নেই। সেই সকল বাচ্চাদের মুখে হাসি ফোটাতে এ বার অভিনব কৌশল নিল সে দেশের ফুটবল সমর্থকরা। (Pic Courtesy- Aljazeera)
3 / 8
তুরস্কের ফুটবল লিগে বেকিসতাস বনাম আন্তালিয়াসপোরের ম্যাচ হঠাৎ করে থমকে যায়। ঘড়ির কাটায় স্থানীয় সময়ে যখন ৪টে ১৭ বাজে সেই সময় ইস্তানবুলের গ্যালারি থেকে উড়ে আসতে থাকে হাজার হাজার পুতুল। (Pic Courtesy- Aljazeera)
4 / 8
এই পুতুলবৃষ্টি দেখে দুই দলের ফুটবলাররা, পুলিশ এবং নিরাপত্তারক্ষীরা সেগুলি জড়ো করে রাখেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই সকল ছবি-ভিডিয়ো। (Pic Courtesy- Aljazeera)
5 / 8
কিন্তু তুরস্কের ফুটবল লিগের ম্যাচ দেখতে আসা সমর্থকরা কেন ৪টে ১৭ মিনিটই বেছে নিয়েছিল পুতুলবৃষ্টির জন্য? (Pic Courtesy- Aljazeera)
6 / 8
আসলে ৬ ফেব্রুয়ারি তুরস্কের স্থানীয় সময় ভোর রাত ৪টে ১৭ মিনিটের মাথায় ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। যে কারণে ওই সময়টিই সমর্থকরা বেছে নেয় পুতুলবৃষ্টির জন্য। (Pic Courtesy- Aljazeera)
7 / 8
পুতুলবৃষ্টির কারণে পুরো পাঁচ মিনিট ধরে খেলা বন্ধ রাখা হয়। মাঠের ধারেই জড়ো করে রাখা হয় সেই সকল পুতুলগুলি। (Pic Courtesy- Aljazeera)
8 / 8
জানা গিয়েছে, ম্যাচের শেষে বিশেষ গাড়িতে করে ওইসকল পুতুলগুলি ভূমিকম্প বিধ্বংস্ত এলাকায় শিশুদের দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। (Pic Courtesy- Aljazeera)