Durnibar-Mohor: কনেকর্তা প্রসেনজিৎ, ধরলেন পিঁড়িও, রইল দুর্নিবার-মোহরের বিয়ের একগুচ্ছ ছবি
Durnibar-Mohor: অবশেষে ট্রোলিং, কটাক্ষ আর খানিক ভালবাসাকে সঙ্গী করেই দ্বিতীয় বার বিয়ে সারলেন গায়ক দুর্নিবার সাহা। পাত্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সহকারী মোহর ওরফে ঐন্দ্রিলা সেন।