
অ্যালজাইমারের প্রধান লক্ষণগুলির মধ্যে একটি হল স্মৃতিশক্তি হ্রাস। যদিও, চাবি হারানো বা আপনার সঙ্গে দেখা হওয়া ব্যক্তির নাম ভুলে যাওয়া স্বাভাবিক। কিন্তু স্মৃতিভ্রংশের সঙ্গে স্মৃতিশক্তি হ্রাস পায়।

সাধারণ কাজে মনোনিবেশ করা বা ফোকাস করা কঠিন হয়ে পড়ে। যার কারণে, কাজ ঠিক ভাবে করা হয়ে ওঠে না। সামগ্রিকভাবে একটা অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

লোকেরা তাঁদের নিকট আত্মীয়ের নাম ভুলে যেতে শুরু করে। যার কারণে তাঁরা অস্থির হয়ে পড়ে। তাঁরা প্রায় সময়ই হ্যালুসিনেটও করতে পারে।

ডিমেনশিয়ার প্রাথমিক লক্ষণগুলির মধ্যে একটি হল যে একজন ব্যক্তি সঠিকভাবে একটি বাক্য গঠন করতে পারেন না। যার ফলে কমিউনিকেশনে বা যোগাযোগে প্রচন্ড সমস্যার সৃষ্টি হয়।

গবেষণায় দেখা গেছে যে ঠিক ঠাক ঘুম না হওয়া অ্যালজাইমার রোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। প্রতিদিন ৬ থেকে ৮ ঘণ্টা ঘুম অবশ্যই দরকার।

যখন একজন ব্যক্তি অ্যালজাইমার রোগে ভুগছেন, তখন তাঁর একাধিক মেজাজের পরিবর্তন হতে পারে। যার কারণে কারও সঙ্গেই ঠিকভাবে কথা বলতে অসুবিধা হয়।