East Bengal: লাল-হলুদ তাঁবুতে হাজির কোচ বিনু জর্জ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 30, 2022 | 5:53 PM

আজ, শনিবার ইস্টবেঙ্গল ক্লাবে এসেছিলেন ফুটবল কোচ বিনু জর্জ এবং এ বছরের সই হওয়া খেলোয়াড়েরা। সকলের সঙ্গে পরিচয় পর্ব সেরে কোচ বিনু ইস্টবেঙ্গল ক্লাবের মাঠসহ সমস্ত পরিকাঠামো ঘুরে দেখেন। মাঠ দেখে তিনি অভিভূত, এবং জানান, এতো সুন্দর মাঠ সম্ভবত ভারতে নেই। ক্লাবের সমস্ত পরিকাঠামোর ভূয়সী প্রশংসা করেন তিনি। আগামী সপ্তাহ থেকে ইস্টবেঙ্গল মাঠে অনুশীলন করা হবে এবং তার জন্য সব রকমের প্রস্তুতি তিনি শুরু করে দিয়েছেন।

1 / 5
বর্তমানে কলকাতাতে রয়েছেন বিনু জর্জ। আজ, শনিবার ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবে এসেছিলেন ফুটবল কোচ বিনু জর্জ (Bino George) এবং এ বছরের সই হওয়া খেলোয়াড়েরা।

বর্তমানে কলকাতাতে রয়েছেন বিনু জর্জ। আজ, শনিবার ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবে এসেছিলেন ফুটবল কোচ বিনু জর্জ (Bino George) এবং এ বছরের সই হওয়া খেলোয়াড়েরা।

2 / 5
কেরলকে সন্তোষ ট্রফি জেতানো কোচ বিনু জর্জ আগামী আইএসএলে স্টিফেন কন্সট্যান্টাইনের সহকারী কোচের দায়িত্বে থাকবেন।

কেরলকে সন্তোষ ট্রফি জেতানো কোচ বিনু জর্জ আগামী আইএসএলে স্টিফেন কন্সট্যান্টাইনের সহকারী কোচের দায়িত্বে থাকবেন।

3 / 5
 সকলের সঙ্গে পরিচয় পর্ব সেরে কোচ বিনু ইস্টবেঙ্গল ক্লাবের মাঠসহ সমস্ত পরিকাঠামো ঘুরে দেখেন। মাঠ দেখে তিনি অভিভূত, এবং জানান, এতো সুন্দর মাঠ সম্ভবত ভারতে নেই। ক্লাবের সমস্ত পরিকাঠামোর ভূয়সী প্রশংসা করেন তিনি।

সকলের সঙ্গে পরিচয় পর্ব সেরে কোচ বিনু ইস্টবেঙ্গল ক্লাবের মাঠসহ সমস্ত পরিকাঠামো ঘুরে দেখেন। মাঠ দেখে তিনি অভিভূত, এবং জানান, এতো সুন্দর মাঠ সম্ভবত ভারতে নেই। ক্লাবের সমস্ত পরিকাঠামোর ভূয়সী প্রশংসা করেন তিনি।

4 / 5
বিনু জর্জ মাঠ পরিদর্শনের পর বলেন, "ইস্টবেঙ্গল ক্লাবে এসে খুব ভালো লাগছে। ভারতের একাধিক ভালো ক্লাবের মধ্যে রয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। এই ক্লাবের পরিকাঠামো ভীষণ ভালো। যা দেখে আমি খুশি। এই জন্য এই ক্লাবের এত নাম, তা বুঝতে পারছি।"

বিনু জর্জ মাঠ পরিদর্শনের পর বলেন, "ইস্টবেঙ্গল ক্লাবে এসে খুব ভালো লাগছে। ভারতের একাধিক ভালো ক্লাবের মধ্যে রয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। এই ক্লাবের পরিকাঠামো ভীষণ ভালো। যা দেখে আমি খুশি। এই জন্য এই ক্লাবের এত নাম, তা বুঝতে পারছি।"

5 / 5
আগামী সপ্তাহ থেকে ইস্টবেঙ্গল মাঠে অনুশীলন করা হবে এবং তার জন্য সব রকমের প্রস্তুতি তিনি শুরু করে দিয়েছেন।

আগামী সপ্তাহ থেকে ইস্টবেঙ্গল মাঠে অনুশীলন করা হবে এবং তার জন্য সব রকমের প্রস্তুতি তিনি শুরু করে দিয়েছেন।

Next Photo Gallery