East Bengal: হাসপাতালে খুদেদের ক্রিসমাসের আনন্দ উপহার লাল-হলুদের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 24, 2022 | 5:56 PM

Christmas 2022: শহরের আনাচে কানাচে বড়দিনের আমেজ ছড়িয়ে পড়েছে। কলকাতার এক বেসরকারি হাসপাতালে আজ, শনিবার, ২৪ ডিসেম্বর হাজির হয়েছে ইস্টবেঙ্গলের কোচ-ফুটবলার-স্টাফরা। হাসপাতালে থাকা বাচ্চাদের হাতে হাসিমুখে উপহার তুলে দিয়েছেন লাল-হলুদের তারকা ফুটবলাররা।

1 / 7
তিলোত্তমা সেজে উঠেছে ক্রিসমাসের আমেজে। শহরের আনাচে কানাচে ক্রিসমাস (Christmas 2022) সেলিব্রেশন করা প্রায় শুরু হয়ে গিয়েছে। এরই মাঝে কলকাতার এক বেসরকারি হাসপাতালে হাজির হয়েছে গোটা ইস্টবেঙ্গল (East Bengal) দল। (ছবি-ইমামি ইস্টবেঙ্গল)

তিলোত্তমা সেজে উঠেছে ক্রিসমাসের আমেজে। শহরের আনাচে কানাচে ক্রিসমাস (Christmas 2022) সেলিব্রেশন করা প্রায় শুরু হয়ে গিয়েছে। এরই মাঝে কলকাতার এক বেসরকারি হাসপাতালে হাজির হয়েছে গোটা ইস্টবেঙ্গল (East Bengal) দল। (ছবি-ইমামি ইস্টবেঙ্গল)

2 / 7
ক্লেটন সিলভা, সৌভিক চক্রবর্তীদের সেই হাসপাতালে লাল গোলাপ ও সান্তা টুপি দিয়ে স্বাগত জানানো হয়।  (ছবি-ইমামি ইস্টবেঙ্গল)

ক্লেটন সিলভা, সৌভিক চক্রবর্তীদের সেই হাসপাতালে লাল গোলাপ ও সান্তা টুপি দিয়ে স্বাগত জানানো হয়। (ছবি-ইমামি ইস্টবেঙ্গল)

3 / 7
কলকাতার নামকরা বেসরকারি হাসপাতালের শিশু বিভাগ ও বয়স্ক রোগীদের সঙ্গে দেখা করেন ইস্টবেঙ্গলের ফুটবলাররা। (ছবি-ইমামি ইস্টবেঙ্গল)

কলকাতার নামকরা বেসরকারি হাসপাতালের শিশু বিভাগ ও বয়স্ক রোগীদের সঙ্গে দেখা করেন ইস্টবেঙ্গলের ফুটবলাররা। (ছবি-ইমামি ইস্টবেঙ্গল)

4 / 7
সেই হাসপাতালে নতুন ফিজিয়োথেরাপি ও রিহ্যাবিলিটেশন সেন্টারের উদ্বোধন করেন ইস্টবেঙ্গলের কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন (Stephen Constantine)। (ছবি-ইমামি ইস্টবেঙ্গল)

সেই হাসপাতালে নতুন ফিজিয়োথেরাপি ও রিহ্যাবিলিটেশন সেন্টারের উদ্বোধন করেন ইস্টবেঙ্গলের কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন (Stephen Constantine)। (ছবি-ইমামি ইস্টবেঙ্গল)

5 / 7
 হাসপাতালে থাকা খুদেদের গিফ্ট দেওয়ার পাশাপাশি তাদের সঙ্গে খুনসুটিতেও মেতে ওঠেন শুভম সেনরা। (ছবি-ইমামি ইস্টবেঙ্গল)

হাসপাতালে থাকা খুদেদের গিফ্ট দেওয়ার পাশাপাশি তাদের সঙ্গে খুনসুটিতেও মেতে ওঠেন শুভম সেনরা। (ছবি-ইমামি ইস্টবেঙ্গল)

6 / 7
কলকাতার সেই নামকরা বেসরকারি হাসপাতালে শতবর্ষ প্রাচীন ক্লাবের ফুটবলারদের জন্য বিশেষ কেকের ব্যবস্থাও রাখা হয়। সেই সুন্দর কেকটি বলের আকারের। (ছবি-ইমামি ইস্টবেঙ্গল)

কলকাতার সেই নামকরা বেসরকারি হাসপাতালে শতবর্ষ প্রাচীন ক্লাবের ফুটবলারদের জন্য বিশেষ কেকের ব্যবস্থাও রাখা হয়। সেই সুন্দর কেকটি বলের আকারের। (ছবি-ইমামি ইস্টবেঙ্গল)

7 / 7
ইস্টবেঙ্গলের তারকা ফুটবলাররা সেই হাসপাতালে থাকা বাচ্চাদের সঙ্গে এবং বয়স্ক রোগীদের সঙ্গে কথা বলেন। বাচ্চাদের হাতে সান্তা টুপি, পুতুল উপহার তুলে দেন ভিপি সুহেররা। উপহার পাওয়া থেকে বাদ যাননি বয়স্ক রোগীরাও। (ছবি-ইমামি ইস্টবেঙ্গল)

ইস্টবেঙ্গলের তারকা ফুটবলাররা সেই হাসপাতালে থাকা বাচ্চাদের সঙ্গে এবং বয়স্ক রোগীদের সঙ্গে কথা বলেন। বাচ্চাদের হাতে সান্তা টুপি, পুতুল উপহার তুলে দেন ভিপি সুহেররা। উপহার পাওয়া থেকে বাদ যাননি বয়স্ক রোগীরাও। (ছবি-ইমামি ইস্টবেঙ্গল)

Next Photo Gallery