Kitchen Cleaning Tips: শীতে বাসন মাজার নাম শুনলেই গায়ে জ্বর আসে? এই সব টিপস মানলেই কাজ হবে সহজ

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Jan 11, 2023 | 12:53 PM

Dishwashing made easy: শীতে বাসন মাজতে খুবই কষ্ট হয়। আর তাই মেনে চলুন এই সব সহজ টোটকা। কাজ হবেই

1 / 7
যে ভাবে শীত পড়েছে তাতে কম্বলের তলা থেকে বেরোতেই কষ্ট। শীতের জন্য তো আর জীবন থেমে থাকবে না। প্রতিদিন বেরোতে হবে আর প্রয়োজনীয় কাজও করতে হবে।

যে ভাবে শীত পড়েছে তাতে কম্বলের তলা থেকে বেরোতেই কষ্ট। শীতের জন্য তো আর জীবন থেমে থাকবে না। প্রতিদিন বেরোতে হবে আর প্রয়োজনীয় কাজও করতে হবে।

2 / 7
 শীতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সবচাইতে বেশি জরুরি। আর তাই রোজ স্নান করতে হবে। কাচা জামাকাপড় পড়তে হবে। শীতে ক্রিম বেশি ব্যবহার করা হয় তাই আগে স্নান করে সেই ক্রিম তুলে ফেলতে হবে।

শীতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সবচাইতে বেশি জরুরি। আর তাই রোজ স্নান করতে হবে। কাচা জামাকাপড় পড়তে হবে। শীতে ক্রিম বেশি ব্যবহার করা হয় তাই আগে স্নান করে সেই ক্রিম তুলে ফেলতে হবে।

3 / 7
খাওয়া-দাওয়া সুস্থ থাকতে করতেই হবে। আর খাওয়ার পর সব এঁটো বাসনও মেজে ফেলতে হবে। অনেকেরই বাড়িতে গৃহ সহায়িকা থাকে তবে এঁটো বাসন মেজে ফেলতে পারলেই সবচাইতে ভাল। এই শীতে সহজে বাসন ধুয়ে নিতে পারবেন আপনিও। রইল সহজ কিছু টিপস।

খাওয়া-দাওয়া সুস্থ থাকতে করতেই হবে। আর খাওয়ার পর সব এঁটো বাসনও মেজে ফেলতে হবে। অনেকেরই বাড়িতে গৃহ সহায়িকা থাকে তবে এঁটো বাসন মেজে ফেলতে পারলেই সবচাইতে ভাল। এই শীতে সহজে বাসন ধুয়ে নিতে পারবেন আপনিও। রইল সহজ কিছু টিপস।

4 / 7
প্রথমেই যা করতে হবে তা হল গ্লাভস কিনুন। গ্লাভস পরে বাসন মাজলে ঠাণ্ডা যেমন কম লাগবে তেমনই হাতের ক্ষতিও কম হবে।

প্রথমেই যা করতে হবে তা হল গ্লাভস কিনুন। গ্লাভস পরে বাসন মাজলে ঠাণ্ডা যেমন কম লাগবে তেমনই হাতের ক্ষতিও কম হবে।

5 / 7
এঁটো বাসন গরম জলে ভিজিয়ে রাখুন। এতে নোংরা পরিষ্কার করা অনেক বেশি সহজ হবে। সহজেই বাসনের এঁটো উঠে আসবে। এছাড়াও স্পঞ্জ ব্যবহার করার চেষ্টা করুন।

এঁটো বাসন গরম জলে ভিজিয়ে রাখুন। এতে নোংরা পরিষ্কার করা অনেক বেশি সহজ হবে। সহজেই বাসনের এঁটো উঠে আসবে। এছাড়াও স্পঞ্জ ব্যবহার করার চেষ্টা করুন।

6 / 7
রান্না করতে গিয়ে যদি কোনও পাত্র পুড়ে যায় বা দুধ গরম করতে গিয়ে যদি বাটি ধরে যায় তাহলে সেই বাটি গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এরপর নুন স্ক্রাবারের উপর ফেলে বাসন ঘষে ফেলুন। সব উঠে যাবে।

রান্না করতে গিয়ে যদি কোনও পাত্র পুড়ে যায় বা দুধ গরম করতে গিয়ে যদি বাটি ধরে যায় তাহলে সেই বাটি গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এরপর নুন স্ক্রাবারের উপর ফেলে বাসন ঘষে ফেলুন। সব উঠে যাবে।

7 / 7
বাসন মাজার পর সিঙ্কও পরিষ্কার করতে হবে। তাই একটা বাটিতে ২ চামচ বেকিং সোডা দিন। এরপর একটুকরো লেবু কেটে নিন। বাসন মাজা হয়ে গেলে বেকিং সোডা দিয়ে সিঙ্ক ধুয়ে নিয়ে এক টুকরো লেবু সিঙ্কের মুখে ফেলে রাখুন। এতে সিঙ্কে গন্ধ থাকবে না।

বাসন মাজার পর সিঙ্কও পরিষ্কার করতে হবে। তাই একটা বাটিতে ২ চামচ বেকিং সোডা দিন। এরপর একটুকরো লেবু কেটে নিন। বাসন মাজা হয়ে গেলে বেকিং সোডা দিয়ে সিঙ্ক ধুয়ে নিয়ে এক টুকরো লেবু সিঙ্কের মুখে ফেলে রাখুন। এতে সিঙ্কে গন্ধ থাকবে না।

Next Photo Gallery