Stomach Problem: দু’দিন ছাড়া পেটের গণ্ডগোল লেগে থাকে? এই ৭ টোটকা কমবে বদহজম, গ্যাস-অম্বল
megha |
Jun 05, 2024 | 3:27 PM
Home Remedies: গরমে পেটের সমস্যা সবচেয়ে বেশি জ্বালায়। অস্বাস্থ্যকর খাবার খাওয়ার ফলে, রাস্তার খাবার খাওয়ার ফলে ফুড পয়জন হয়ে যায়। পেটে অস্বস্তি তৈরি হয়। গরমে পেটের সমস্যা এড়াতে যা কিছু মেনে চলবেন..
1 / 8
গরমে পেটের সমস্যা সবচেয়ে বেশি জ্বালায়। অস্বাস্থ্যকর খাবার খাওয়ার ফলে, রাস্তার খাবার খাওয়ার ফলে ফুড পয়জন হয়ে যায়। পেটে অস্বস্তি তৈরি হয়। গরমে পেটের সমস্যা এড়াতে যা কিছু মেনে চলবেন
2 / 8
প্রচুর পরিমাণে জল পান করুন। সুস্থ থাকার জন্য হাইড্রেশন জরুরি। জলের পাশাপাশি হার্বাল চা, ডাবের জল, স্যুপ খান। শরীর হাইড্রেটেড থাকলে ডায়ারিয়া, বমি এড়াতে পারবেন।
3 / 8
আদার মধ্যে প্রাকৃতিক অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান রয়েছে, যা পেটের অস্বস্তি, বমি বমি ভাব এড়াতে সাহায্য করে। কাঁচা আদা চিবিয়ে খেতে পারেন।
4 / 8
পুদিনা পাতা বদহজম, গ্যাস, পেট ফাঁপার সমস্যা এড়াতে সাহায্য করে। পেটের সংক্রমণ এড়াতে সাহায্য করে পুদিনা। পুদিনা পাতা চিবিয়ে খেতে পারেন কিংবা পুদিনা পাতার চা খেতে পারেন।
5 / 8
পেটের সমস্যা এড়াতে রোজের ডায়েটে প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার রাখুন। টক দই খেলেই পেটের একাধিক সমস্যা এড়াতে পারবেন। টক দই হজম স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী।
6 / 8
পেটের গণ্ডগোল এড়াতে ক্যামোমাইলের চা খেতে পারেন। ক্যামোমাইলের চা পেটে ব্যথা, পেট ফাঁপা ও প্রদাহ কমাতে সাহায্য করে। ভারী খাবার খাওয়ার পর ক্যামোমাইলের চা খেলে উপকার পাবেন।
7 / 8
খাবার খাওয়ার পর মৌরি চিবিয়ে খান। মুখশুদ্ধি হিসেবেও মৌরি খেতে পারেন। এটি বদহজম, পেট ফাঁপা ও পেটের ব্যথা কমাতে সাহায্য করে মৌরি। মৌরি হজমজনিত সমস্যা দূর করে।
8 / 8
হলুদের মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, যা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। রোজের ডায়েটে হলুদ রাখলে পেটের গণ্ডগোল এড়াতে পারবেন।