TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক
Oct 17, 2022 | 5:29 PM
বিকেল হলেই চটপটা খাবার খাওয়ার ইচ্ছে হয় সকলের। সেই খাবার যত বেশি মেস্টি হয় ততই ভাল লাগে খেতে।
মনে করা হয় মুঘল সম্রাট শাহজাহানের হেঁশেলে চাটের জন্ম। তারপর এই খাবার মুঘল হেঁশেল থেকে বেরিয়ে কালের বিবর্তনে হয়ে যায় উত্তর ভারতের স্ট্রিট ফুড।
আলু, পাপড়ি, টিকিয়া চাট তো সকলেই খান। এবার তাই বাড়িতেই বানিয়ে নিতে পারেন এই চাট। আজ তাই রইল দারুণ একটি অন্যরকম চাটের রেসিপি।
তা হল রসগোল্লার চাট। শুনেই অবাক হচ্ছেন? একবার বাড়িতেই বানিয়ে দেখে নিতে পারেন।
রসগোল্লা আলতো করে চেপে রস বের করে নিন। এবার রসগোল্লার উপর প্রথমে আলুর কিউব, টকদই, ধনেপাতা-তেঁতুলের চাটনি ছড়িয়ে দিন।
এবার এর মধ্যে গুঁড়ো করা পাপড়ি, ভুজিয়া, নারকেল কোরা এসব ছড়িয়ে দিন।
সবশেষে চাট মশলা আর বেদানার দানা ছড়িয়ে দিতে ভুলবেন না। চাইলে ধনেপাতা কুচিও দিতে পারেন।