Scalp Care: উকুনের সমস্যা থেকে চটজলদি মুক্তি পেতে নিম্নলিখিত এই পদ্ধতিগুলো মেনে চলুন…

Lice Removal: দ্রুত উকুন (Lice) থেকে মুক্তি পেতে কতজনই না কত কিছু ব্যবহার করেন। তবে চাইলে কয়েকটি সহজ উপায়েও (Easy Methods) মাথার উকুন দ্রুত দূর করতে পারবেন।

| Edited By: শোভন রায়

Mar 07, 2022 | 1:11 PM

1 / 5
চিকন চিরুনি দিয়ে মাথার ত্বক থেকে ডগা পর্যন্ত চুল আঁচড়ানোর মাধ্যমে উকুন বের করার পদ্ধতি সবচেয়ে পুরোনো ও কার্যকরী। এ সময় চুলে অলিভ অয়েল বা নারকেল তেল ব্যবহারের পর আঁচড়ালে উকুন দূর করা সহজ হয়। প্রতি সপ্তাহে ৩-৪ নিয়মিত এভাবে চুল আঁচড়ালে অনেকটাই কমে যাবে উকুন।

চিকন চিরুনি দিয়ে মাথার ত্বক থেকে ডগা পর্যন্ত চুল আঁচড়ানোর মাধ্যমে উকুন বের করার পদ্ধতি সবচেয়ে পুরোনো ও কার্যকরী। এ সময় চুলে অলিভ অয়েল বা নারকেল তেল ব্যবহারের পর আঁচড়ালে উকুন দূর করা সহজ হয়। প্রতি সপ্তাহে ৩-৪ নিয়মিত এভাবে চুল আঁচড়ালে অনেকটাই কমে যাবে উকুন।

2 / 5
টি ট্রি অয়েল বা চা গাছের তেলের গন্ধ উকুন সহ্য করতে পারে না। এই তেল চুলের গোড়ায় ব্যবহার করে সারারাত রাখলেই সব উকুন মরে যাবে। রাতারাতি উকুন দূর করতে বেশ কার্যকরী এক উপায় এটি।

টি ট্রি অয়েল বা চা গাছের তেলের গন্ধ উকুন সহ্য করতে পারে না। এই তেল চুলের গোড়ায় ব্যবহার করে সারারাত রাখলেই সব উকুন মরে যাবে। রাতারাতি উকুন দূর করতে বেশ কার্যকরী এক উপায় এটি।

3 / 5
পেট্রোলিয়াম জেলি (ভ্যাসলিন) থেকে শুরু করে জলপাই তেল, মাখন বা মেয়োনিজ মাথার ত্বকে ব্যবহার করে সারারাত শাওয়ার ক্যাপ দিয়ে মাথা ঢেকে রাখুন। দেখবেন রাতারাতি উকুন মরে যাবে।

পেট্রোলিয়াম জেলি (ভ্যাসলিন) থেকে শুরু করে জলপাই তেল, মাখন বা মেয়োনিজ মাথার ত্বকে ব্যবহার করে সারারাত শাওয়ার ক্যাপ দিয়ে মাথা ঢেকে রাখুন। দেখবেন রাতারাতি উকুন মরে যাবে।

4 / 5
হেয়ার ড্রায়ারের মাধ্যমে চুলে গরম বাতাস প্রয়োগ করলে মাথার ত্বকে ডিহাইড্রেশন হয়। ফলে উকুন ও ডিম মারা যেতে পারে।

হেয়ার ড্রায়ারের মাধ্যমে চুলে গরম বাতাস প্রয়োগ করলে মাথার ত্বকে ডিহাইড্রেশন হয়। ফলে উকুন ও ডিম মারা যেতে পারে।

5 / 5
একই সঙ্গে উকুন তাড়ানোর শ্যাম্পুও পাওয়া যায় বাজারে। সেগুলোও নিয়মিত ব্যবহার করতে পারেন। পাশাপাশি চুলের চিরুনি, ব্রাশ বা চুলে ব্যবহৃত বিভিন্ন পণ্য কমপক্ষে ১০ মিনিটের জন্য গরম সাবান জলে ভিজিয়ে পরিষ্কার করুন।

একই সঙ্গে উকুন তাড়ানোর শ্যাম্পুও পাওয়া যায় বাজারে। সেগুলোও নিয়মিত ব্যবহার করতে পারেন। পাশাপাশি চুলের চিরুনি, ব্রাশ বা চুলে ব্যবহৃত বিভিন্ন পণ্য কমপক্ষে ১০ মিনিটের জন্য গরম সাবান জলে ভিজিয়ে পরিষ্কার করুন।