Skin Care Tips: রোদে পুড়ে এখনই হাত-পায়ে ট্যান পড়ে গিয়েছে? রইল কিছু ঘরোয়া ও সবচেয়ে সহজ উপায়

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Mar 13, 2022 | 6:05 PM

Tanned Skin: তপ্ত রোদে হাতের উপর কালো ছোপ দেখা যায়। আর সেই কালো ছোপ প্রথম থেকে তোলার চেষ্টা না করলে ট্যানিংয়ের কারণে আরও গাঢ় হয়ে যেতে পারে। তবে ট্যানড হাত থেকে মুক্তি পেতে বেশ কিছু টিপস এখানে দেওয়া রইল।

1 / 7
 বেশিরভাগ সময়ই ত্বকের যত্নে নেওয়ার সময় মুখ ও ঘাড়ের যত্ন নিতেই বেশি পছন্দ করি। ফলে হাত ও পায়ের জন্য খুব কম সময়ই বরাদ্দ থাকে। গ্রীষ্মের সঙ্গে সঙ্গে ত্বকের উপর তো বটেই , হাতেও ট্যানড হওয়ার সম্ভাবনা থাকে।

বেশিরভাগ সময়ই ত্বকের যত্নে নেওয়ার সময় মুখ ও ঘাড়ের যত্ন নিতেই বেশি পছন্দ করি। ফলে হাত ও পায়ের জন্য খুব কম সময়ই বরাদ্দ থাকে। গ্রীষ্মের সঙ্গে সঙ্গে ত্বকের উপর তো বটেই , হাতেও ট্যানড হওয়ার সম্ভাবনা থাকে।

2 / 7
তপ্ত রোদে হাতের উপর কালো ছোপ দেখা যায়। আর সেই কালো ছোপ প্রথম থেকে তোলার চেষ্টা না করলে ট্যানিংয়ের কারণে আরও গাঢ় হয়ে যেতে পারে। তবে ট্যানড হাত থেকে মুক্তি পেতে বেশ কিছু টিপস এখানে দেওয়া রইল।

তপ্ত রোদে হাতের উপর কালো ছোপ দেখা যায়। আর সেই কালো ছোপ প্রথম থেকে তোলার চেষ্টা না করলে ট্যানিংয়ের কারণে আরও গাঢ় হয়ে যেতে পারে। তবে ট্যানড হাত থেকে মুক্তি পেতে বেশ কিছু টিপস এখানে দেওয়া রইল।

3 / 7
 টমেটো- ট্যানড ত্বকের জন্য ম্যাজিকের মত কাজ করে টমেটো। এটি শুধু ট্যান কমাতেই সাহায্য করে না বরং ত্বকের জন্য প্রশান্তিদায়ক এজেন্ট হিসেবে কাজ করে। এতে লাইকোপিন উপাদান রয়েছে যা রক্তনালীগুলিকে স্থিতিশীল করতে সাহায্য করে। ফলে ত্বক ট্যানড নয়, টোনড হবে।

টমেটো- ট্যানড ত্বকের জন্য ম্যাজিকের মত কাজ করে টমেটো। এটি শুধু ট্যান কমাতেই সাহায্য করে না বরং ত্বকের জন্য প্রশান্তিদায়ক এজেন্ট হিসেবে কাজ করে। এতে লাইকোপিন উপাদান রয়েছে যা রক্তনালীগুলিকে স্থিতিশীল করতে সাহায্য করে। ফলে ত্বক ট্যানড নয়, টোনড হবে।

4 / 7
শসা- ট্যানড হাত ও আঙ্গুলে শসার টুকরো নিয়ে ঘষুন। নিয়মিত ব্যবহার করলে ত্বকের রঙ স্বাভাবিক হয়ে আসে। ঠান্ডা ও অ্যান্টিপিগমেন্টেশন বৈশিষ্ট্যও রয়েছে।

শসা- ট্যানড হাত ও আঙ্গুলে শসার টুকরো নিয়ে ঘষুন। নিয়মিত ব্যবহার করলে ত্বকের রঙ স্বাভাবিক হয়ে আসে। ঠান্ডা ও অ্যান্টিপিগমেন্টেশন বৈশিষ্ট্যও রয়েছে।

5 / 7
কফি স্ক্রাব-  একটি পাত্রের মধ্যে কফি পাউডার ও অল্প চিনি মিশিয়ে নিন। এরপর তাতে লেবুর রস, গোলাপ জল ও আলুর রস যোগ করে ভাল করে মিশিয়ে নিন। স্ক্রাবটি হাত, পা ও আঙ্গুলে ভাল করে লাগিয়ে স্বাভাবিক জল দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকটি লাগাবার বেশ কয়েকদিন পরই তফাতটি বুঝতে পারবেন।

কফি স্ক্রাব- একটি পাত্রের মধ্যে কফি পাউডার ও অল্প চিনি মিশিয়ে নিন। এরপর তাতে লেবুর রস, গোলাপ জল ও আলুর রস যোগ করে ভাল করে মিশিয়ে নিন। স্ক্রাবটি হাত, পা ও আঙ্গুলে ভাল করে লাগিয়ে স্বাভাবিক জল দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকটি লাগাবার বেশ কয়েকদিন পরই তফাতটি বুঝতে পারবেন।

6 / 7
লেবু- লেবু ত্বকের যেকোনও সমস্যার জন্য উপকারী। ত্বকের উপর পোড়া দাগ নির্মূল করতে লেবু সত্যিই সহায়ক। হাতের উপর থেকে ট্যান দূর করতে প্রচুর পরিমাণে লেবুর রস লাগান। কিছুক্ষণ অপেক্ষা করুন। তারপর ধুয়ে ফেলুন। ত্বকের উপর কালো দাগ হঠিয়ে ফর্সাভাব তৈরি করতে , ত্বকের টেক্সচার উন্নত করতে ও প্রাকৃতিক রঙ পুনরুদ্ধার করার একটি দুর্দান্ত উপায়।

লেবু- লেবু ত্বকের যেকোনও সমস্যার জন্য উপকারী। ত্বকের উপর পোড়া দাগ নির্মূল করতে লেবু সত্যিই সহায়ক। হাতের উপর থেকে ট্যান দূর করতে প্রচুর পরিমাণে লেবুর রস লাগান। কিছুক্ষণ অপেক্ষা করুন। তারপর ধুয়ে ফেলুন। ত্বকের উপর কালো দাগ হঠিয়ে ফর্সাভাব তৈরি করতে , ত্বকের টেক্সচার উন্নত করতে ও প্রাকৃতিক রঙ পুনরুদ্ধার করার একটি দুর্দান্ত উপায়।

7 / 7
দই ও মধুর প্যাক- প্রতিটি ভারতীয় পরিবার ত্বকের সমস্যাগুলির জন্য এই ম্যাজিক প্য়াকগুলি ব্যবহার করা হয়। শুধু দই-মধু ও এক চিমটি হলুদ দিয়ে একটি প্যাক তৈরি করুন। প্যাকটি ভালভাবে প্রয়োগ করুন ও শুকানোর পর ধুয়ে ফেলুন। মধু একটি প্রাকতির অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ট্যান এজেন্ট, অন্যদিকে দই ত্বককে নরম তুলতুলে করতে সাহায্য করে।

দই ও মধুর প্যাক- প্রতিটি ভারতীয় পরিবার ত্বকের সমস্যাগুলির জন্য এই ম্যাজিক প্য়াকগুলি ব্যবহার করা হয়। শুধু দই-মধু ও এক চিমটি হলুদ দিয়ে একটি প্যাক তৈরি করুন। প্যাকটি ভালভাবে প্রয়োগ করুন ও শুকানোর পর ধুয়ে ফেলুন। মধু একটি প্রাকতির অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ট্যান এজেন্ট, অন্যদিকে দই ত্বককে নরম তুলতুলে করতে সাহায্য করে।

Next Photo Gallery