Africa Cup of Nations: পেনাল্টি শুটআউটে সালাহর গোল, কোয়ার্টার ফাইনালে মিশর

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 27, 2022 | 6:21 PM

পেনাল্টি শুটআউটে ৫-৪ গোলে আইভরি কোস্টকে (Ivory Coast) হারিয়ে আফ্রিকা নেশন্স কাপের কোয়ার্টার ফাইনালে (Africa Cup of Nations) উঠল মহম্মদ সালাহর মিশর (Egypt)। ম্যাচের নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ৩০ মিনিটেও কোনও গোল না হওয়ায়, ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। সাতবারের আফকনজয়ী মিশর মরক্কোর বিরুদ্ধে আগামী রবিবার টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচে নামবে।

1 / 4
পেনাল্টি শুটআউটে মহম্মদ সালাহর পাশাপাশি মিশরের হয়ে গোল করেন জিজো, আমর আল সুলাইয়া, ওমর কামাল, মহম্মদ আব্দুলমোমেন। (Pic Courtesy - Twitter)

পেনাল্টি শুটআউটে মহম্মদ সালাহর পাশাপাশি মিশরের হয়ে গোল করেন জিজো, আমর আল সুলাইয়া, ওমর কামাল, মহম্মদ আব্দুলমোমেন। (Pic Courtesy - Twitter)

2 / 4
আইভরিয়ানদের হয়ে গোল করেন ম্যাক্সওয়েল কর্নেত, জাহা, সাঙ্গারে ও নিকোলাস পেপে। (Pic Courtesy - Twitter)

আইভরিয়ানদের হয়ে গোল করেন ম্যাক্সওয়েল কর্নেত, জাহা, সাঙ্গারে ও নিকোলাস পেপে। (Pic Courtesy - Twitter)

3 / 4
এরিক বাইয়ির গোল আটকে দেন মিশরের গোলকিপার গাবাস্কি (Gabaski)। (Pic Courtesy - Twitter)

এরিক বাইয়ির গোল আটকে দেন মিশরের গোলকিপার গাবাস্কি (Gabaski)। (Pic Courtesy - Twitter)

4 / 4
সাতবারের আফকনজয়ী মিশর মরক্কোর বিরুদ্ধে আগামী রবিবার টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচে নামবে। (Pic Courtesy - Twitter)

সাতবারের আফকনজয়ী মিশর মরক্কোর বিরুদ্ধে আগামী রবিবার টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচে নামবে। (Pic Courtesy - Twitter)

Next Photo Gallery