Africa Cup of Nations: পেনাল্টি শুটআউটে সালাহর গোল, কোয়ার্টার ফাইনালে মিশর
পেনাল্টি শুটআউটে ৫-৪ গোলে আইভরি কোস্টকে (Ivory Coast) হারিয়ে আফ্রিকা নেশন্স কাপের কোয়ার্টার ফাইনালে (Africa Cup of Nations) উঠল মহম্মদ সালাহর মিশর (Egypt)। ম্যাচের নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ৩০ মিনিটেও কোনও গোল না হওয়ায়, ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। সাতবারের আফকনজয়ী মিশর মরক্কোর বিরুদ্ধে আগামী রবিবার টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচে নামবে।