TV9 Bangla Digital | Edited By: tista roychowdhury
Aug 27, 2021 | 11:49 PM
জলপাইগুড়ি: একটা জড়ানো কান্নার আওয়াজ আসছিল কেবল। দূর থেকে এটুকুই শুনতে পেয়েছিলেন কারবালা চা-বাগানের শ্রমিকরা। সেই শব্দেই ঘুম ভাঙল তাঁদের। আওয়াজ শুনে ছুটে গিয়ে দেখেন বাগানের নালার মধ্যে পড়ে রয়েছে এক হস্তিশাবক। শ্রমিকরা দেখেন ছোট্ট শাবকটি নালার মধ্যে ফেঁসে গিয়ে কাতরাচ্ছে আর কোনওরকমে বেরিয়ে আসার চেষ্টা করছে। এই করুণ দৃশ্য দেখে বাগানের শ্রমিকরা দ্রুত খবর দেন বনকর্মীদের। (নিজস্ব চিত্র)
ঘটনাস্থলে ছুটে আসেন বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মী এবং বানারহাট রেঞ্জের বনকর্মী, তারা ঘটনাস্থলে পৌঁছে হস্তি শাবক কে নালা থেকে উদ্ধারের জন্য চেষ্টা শুরু করেন, ততক্ষনে খবর পৌঁছে গেছে জেলা বন কর্তাদের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জলপাইগুড়ির সাম্মানিক বন্যপ্রাণী সংরক্ষক অধিকর্তা সীমা চৌধুরী। প্রায় ঘণ্টা দুয়েক চেষ্টা চালিয়ে হাতির ছানাটিকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে নিয়ে যাওয়া হয় জঙ্গলের কাছে। (নিজস্ব চিত্র)
রেতি নদী থেকে কিছুটা দূরে সেই হাতির দল শাবকের অপেক্ষায় ছিল। শাবকটিকে জালবন্দি করে জঙ্গলের কাছে পৌঁছতে শাবকের চিৎকার শুনে ছুটে আসতে থাকে মা-হাতি। বিপাকে পড়ে যান বনকর্মীরা। কোনমতে পটকা ফাটিয়ে হামলা থেকে বাঁচেন তারা। শাবকটি ততক্ষণে নিজেকে জালমুক্ত করে ফেলেছে। নিজের মাকে দেখতে পেয়ে সেদিকেই ছুটে যায় হস্তিশাবক। (নিজস্ব চিত্র)
বনকর্মীদের অনুমান কারবালা চা বাগান সংলগ্ন জঙ্গল থেকেই সম্ভবত হাতির দলের সঙ্গে শাবকটি এসেছিল। কিন্তু, রাতের অন্ধকারে কোনওভাবে বাগানের ডিভিশন লাইনের পড়ে গিয়ে আটকে যায় শাবকটি। তবে দলছুট হস্তি শাবককে ফিরিয়ে দিতে পেরে রীতিমতো খুশি বনকর্মী ও পশুপ্রেমীরা। (নিজস্ব চিত্র)
এ বিষয়ে ওয়ার্ডেন সীমা চৌধুরী বলেন, "গতকাল রেতির জঙ্গল থেকে ২০-২৫ টি হাতি বেরিয়ে আসে। তখন হয়ত ওই শাবকটি নালায় পড়ে যায়। সকালেই বন দফতরের কর্মীরা এসে শাবকটিকে উদ্ধার করে। ওই হাতির দলেই শাবকটিকে ফেরানো সম্ভব হয়েছে।" বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের রেঞ্জার শুভাশিস রায় বলেন, "জঙ্গল থেকে হাতের দলটি বেরিয়েছিল খাদ্যের খোঁজে সম্ভবত বেরিয়েছিল। তারা চা-বাগান হয়ে পাশের জঙ্গলে যাওয়ার সময় শাবকটি দলছুট হয়ে নালায় পড়ে যায়। বানারহাট রেঞ্জের বিন্নাগুড়ি স্কোয়াডের বনকর্মীরা এসে শাবক টিকে উদ্ধার করে। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর শাবকটিকে তার দলে ফেরানো সম্ভব হয়েছে। সাধারণত, মানুষের সংস্পর্শে এলে বন্যপ্রাণীরা আর শাবককে তাদের দলে ফিরিয়ে নেয় না। সেদিক থেকে ওই ছানাটিকে যে দলে ফেরানো গিয়েছে এতেই আমরা খুশি।" (নিজস্ব চিত্র)