WPL Auction 2023: আরসিবিতে দুই সেরা সুন্দরী, ১৮ নম্বর মিলিয়ে দিল বিরাট-স্মৃতিকে

উইমেন্স প্রিমিয়র লিগের নিলামের টেবিলে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। সবচেয়ে সেরা ক্রিকেটারকে দলে টানতে কোটি কোটি টাকা খরচ করতেও কার্পণ্য করছে না ফ্র্যাঞ্চাইজিগুলি। তার মধ্যে নজর কেড়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

| Edited By: তিথিমালা মাজী

Feb 14, 2023 | 1:50 AM

1 / 8
ক্রিকেট বিশ্বের সেরা সুন্দরীদের তালিকার উপরের দিকে থাকেন দু'জন। কথা হচ্ছে ভারতীয় দলের বিধ্বংসী ওপেনার স্মৃতি মান্ধানা এবং অস্ট্রেলিয়ার অলরাউন্ডার এলিস পেরির। উইমেন্স প্রিমিয়র লিগের নিলাম মাতিয়ে দিলেন এই দুই ক্রিকেটার। দু'জনেরই ঠাঁই হয়েছে এক টিমে। (ছবি:টুইটার)

ক্রিকেট বিশ্বের সেরা সুন্দরীদের তালিকার উপরের দিকে থাকেন দু'জন। কথা হচ্ছে ভারতীয় দলের বিধ্বংসী ওপেনার স্মৃতি মান্ধানা এবং অস্ট্রেলিয়ার অলরাউন্ডার এলিস পেরির। উইমেন্স প্রিমিয়র লিগের নিলাম মাতিয়ে দিলেন এই দুই ক্রিকেটার। দু'জনেরই ঠাঁই হয়েছে এক টিমে। (ছবি:টুইটার)

2 / 8
নিলামের প্রথম নামটিই ছিল স্মৃতির। তাঁর বেস প্রাইস ছিল ৫০ লাখ টাকা। প্রথমেই ঝাঁপায় মুম্বই ইন্ডিয়ান্স। তবে শেষ হাসি হেসেছে আরসিবি। মেয়েদের প্রিমিয়র লিগে রেকর্ড ৩ কোটি ৪০ লাখ টাকায় স্মৃতিকে দলে নিয়েছে ব়য়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।(ছবি:টুইটার)

নিলামের প্রথম নামটিই ছিল স্মৃতির। তাঁর বেস প্রাইস ছিল ৫০ লাখ টাকা। প্রথমেই ঝাঁপায় মুম্বই ইন্ডিয়ান্স। তবে শেষ হাসি হেসেছে আরসিবি। মেয়েদের প্রিমিয়র লিগে রেকর্ড ৩ কোটি ৪০ লাখ টাকায় স্মৃতিকে দলে নিয়েছে ব়য়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।(ছবি:টুইটার)

3 / 8
স্মৃতিকে দলে নেওয়ায় অধিনায়ক পেয়ে গিয়েছে আরসিবি। ঘটনাচক্রে আইপিএলে আরসিবির অধিনায়ক বিরাট কোহলির জার্সি নম্বরও ১৮। এ বার স্মৃতিও একই জার্সি পরে খেলবেন। আরসিবির এই আঠারোর কানেকশন নিয়ে সোশ্যাল মিডিয়ায় হইচই শুরু হয়েছে।(ছবি:টুইটার)

স্মৃতিকে দলে নেওয়ায় অধিনায়ক পেয়ে গিয়েছে আরসিবি। ঘটনাচক্রে আইপিএলে আরসিবির অধিনায়ক বিরাট কোহলির জার্সি নম্বরও ১৮। এ বার স্মৃতিও একই জার্সি পরে খেলবেন। আরসিবির এই আঠারোর কানেকশন নিয়ে সোশ্যাল মিডিয়ায় হইচই শুরু হয়েছে।(ছবি:টুইটার)

4 / 8
স্মৃতির পাশাপাশি অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার এলিস পেরিকে কিনে নিয়েছে আরসিবি। ১ কোটি ৭০ লাখ টাকায় এলিস আরসিবিতে ঢুকে পড়েছেন। মেয়েদের বিগ ব্যাশ লিগ এবং মেয়েদের দ্য হান্ড্রেডে এলিসের কামাল দেখেছে ক্রিকেট বিশ্ব। বিগ ব্যাগে সিডনি সিক্সার্স এবং দ্য হান্ড্রেডে বার্মিংহ্যাম ফোনিক্সের হয়ে খেলেন।(ছবি:টুইটার)

স্মৃতির পাশাপাশি অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার এলিস পেরিকে কিনে নিয়েছে আরসিবি। ১ কোটি ৭০ লাখ টাকায় এলিস আরসিবিতে ঢুকে পড়েছেন। মেয়েদের বিগ ব্যাশ লিগ এবং মেয়েদের দ্য হান্ড্রেডে এলিসের কামাল দেখেছে ক্রিকেট বিশ্ব। বিগ ব্যাগে সিডনি সিক্সার্স এবং দ্য হান্ড্রেডে বার্মিংহ্যাম ফোনিক্সের হয়ে খেলেন।(ছবি:টুইটার)

5 / 8
ব্যাটে-বলে সমান পারদর্শী এলিস। ওডিআইতে ১৩৭টি উইকেট এবং ৩৩৮৬ রান রয়েছে তাঁর। টি-২০তে ১২০টি উইকেট নিয়েছেন এবং রান সংখ্যা ১৫১৫। (ছবি:টুইটার)

ব্যাটে-বলে সমান পারদর্শী এলিস। ওডিআইতে ১৩৭টি উইকেট এবং ৩৩৮৬ রান রয়েছে তাঁর। টি-২০তে ১২০টি উইকেট নিয়েছেন এবং রান সংখ্যা ১৫১৫। (ছবি:টুইটার)

6 / 8
নিউজিল্যান্ডের ক্যাপ্টেন এবং ওপেনিং ব্যাটার সোভি ডিভাইনকে ৫০ লাখ টাকার বেস প্রাইসে দলে নিয়েছে আরসিবি।(ছবি:টুইটার)

নিউজিল্যান্ডের ক্যাপ্টেন এবং ওপেনিং ব্যাটার সোভি ডিভাইনকে ৫০ লাখ টাকার বেস প্রাইসে দলে নিয়েছে আরসিবি।(ছবি:টুইটার)

7 / 8
২৭ বছরের ভারতীয় দলের তারকা পেসার রেণুকা সিং ঠাকুর। কমনওয়েলথ গেমসে রেণুকার পারফরম্যান্স ছিল অসাধারণ। আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারকে ১ কোটি ৫০ লাখ টাকায় কিনেছে আরসিবি।(ছবি:টুইটার)

২৭ বছরের ভারতীয় দলের তারকা পেসার রেণুকা সিং ঠাকুর। কমনওয়েলথ গেমসে রেণুকার পারফরম্যান্স ছিল অসাধারণ। আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারকে ১ কোটি ৫০ লাখ টাকায় কিনেছে আরসিবি।(ছবি:টুইটার)

8 / 8
এর পাশাপাশি বাংলার ক্রিকেটার রিচা ঘোষকেও হাড্ডাহাড্ডি লড়াই করে দলে টেনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সদ্য অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী উইকেটকিপার ব্যাটার ১ কোটি ৯০ লাখ টাকার বিনিময়ে আরসিবির হয়ে খেলবেন।  (ছবি:টুইটার)

এর পাশাপাশি বাংলার ক্রিকেটার রিচা ঘোষকেও হাড্ডাহাড্ডি লড়াই করে দলে টেনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সদ্য অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী উইকেটকিপার ব্যাটার ১ কোটি ৯০ লাখ টাকার বিনিময়ে আরসিবির হয়ে খেলবেন। (ছবি:টুইটার)