
পুরো দল পেলেও এখনই আইএসএলের প্রস্তুতি শুরু করতে পারছেন না ইস্টবেঙ্গলের হেড কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন। (ছবি : টুইটার)

গত কয়েকদিন জ্বরে ভুগছিলেন স্টিফেন কনস্ট্যান্টাইন (Stephen Constantine)। তাঁর কোভিড টেস্ট করানো হয়। (ছবি : টুইটার)

লাল-হলুদ হেড কোচের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁকে আইসোলেশনে থাকতে হবে। নেগেটিভ হওয়ার পরও অনেকটা দিন লাগবে মাঠে নেমে প্রস্তুতি করানোর মতো জায়গায় পৌঁছতে। (ছবি : টুইটার)

ঘরোয়া ফুটবলারদের পাশাপাশি সব বিদেশিই চলে এসেছেন। স্টিফেনের সুস্থ হয়ে ওঠা অবধি বিনো জর্জ (Bino George) দলকে অনুশীলন করাবেন। (ছবি : টুইটার)

অক্টোবরের ৭ তারিখ শুরু হচ্ছে আইএসএল। এবার আর দর্শকশূন্য মাঠে নয়। কোচিতে আইএসএলের প্রথম ম্যাচেই মুখোমুখি ইস্টবেঙ্গল ও কেরালা ব্লাস্টার্স। (ছবি : টুইটার)